
India Cricket Schedule 2026: নতুন বছরের শুরুটা জমকালো হলেও ২০২৬ সাল ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বছরই নির্ধারিত হতে পারে আগামী এক দশকে টিম ইন্ডিয়ার পথচলা। কারণ, ২০২৬ সালেই রয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সবচেয়ে বড় পরীক্ষা হল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এই টুর্নামেন্টে নামবে ভারত। এখনও পর্যন্ত কোনও দল টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। সেই ইতিহাস বদলাতেই মরিয়া টিম ইন্ডিয়া।
গ্রুপ পর্বে ভারতের সামনে রয়েছে যুক্তরাষ্ট্র (USA), নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডস। এই গোটা অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকবেন সূর্যকুমার যাদব। তরুণ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধেই। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি।
সূর্যকুমারের নেতৃত্বে যদি ভারত শিরোপা ধরে রাখতে পারে, তা হলে ক্রিকেট ইতিহাসে তা এক অনন্য নজির হয়ে থাকবে। ক্রিকেট মহলে জোর চর্চা, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপই হয়তো অধিনায়ক হিসেবে সূর্যকুমারের শেষ বড় মঞ্চ। বিশ্বকাপের পর দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তোলার পথে হাঁটতে পারেন নির্বাচকেরা।
যদিও টি-টোয়েন্টি থেকে রোহিত ও কোহলি সরে দাঁড়িয়েছেন, একদিনের ক্রিকেটে তাঁদের গুরুত্ব এখনও অটুট। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই আবহে বড় চমক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। ফলে আইপিএল ২০২৬-এ তাঁর পারফরম্যান্সের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। চোট ও ফর্মের বাধা কাটিয়ে যদি তিনি জ্বলে উঠতে পারেন, তবে ভবিষ্যতের সর্বফরম্যাটের নেতা হিসেবে নিজেকে ফের প্রতিষ্ঠিত করার সুযোগ থাকবে।
বিশ্বকাপের পাশাপাশি ২০২৬ সালে ঠাসা সূচি অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একের পর এক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বিদেশ সফরের পরীক্ষাও কম নয়। নতুন বছরে সাফল্য, নেতৃত্ব বদল ও ভবিষ্যতের রূপরেখা, সব মিলিয়ে ২০২৬ সাল ভারতীয় ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে।