Advertisement

Rahul Dravid: রোহিত-বিরাটদের জায়গা হবে? T20 বিশ্বকাপের দল নিয়ে দ্রাবিড় বলছেন...

Rahul Dravid: ভারতীয় টিম গত বছর, ওয়ান-ডে ওয়ার্ল্ড কাপের পর ১১টি টি২০ খেলেছে। এর মধ্যে অনেক সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। সে কারণে শিবম দুবে ও জিতেশ শর্মার মতো খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছিল। দ্রাবিড় তৃতীয় ম্যাচের পর একটি প্রেস কনফারেন্সে যা বললেন...

টি২০ বিশ্বকাপ দলে কারা, অবশেষে মুখ খুললেন কোচ রাহুল দ্রাবিড়টি২০ বিশ্বকাপ দলে কারা, অবশেষে মুখ খুললেন কোচ রাহুল দ্রাবিড়
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 18 Jan 2024,
  • अपडेटेड 4:27 PM IST

Rahul Dravid Options Ahead T20 World Cup: টি২০ ওয়ার্ল্ড কাপের আগে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের রণনীতি দারুণ কার্যকর হচ্ছে। আফগানিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি২০ সিরিজই ভারতের জুনে টি২০ বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি২০ সিরিজ। এই সিরিজে আফগানদের ক্লিন সুইপ করেছে ভারত। ৩ ম্যাচের সিরিজ ভারত জিতেছে ৩-০তে। এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গেও টি২০ সিরিজ ভারত ড্র করেছে। বহু নতুন খেলোয়াড় দলে এসে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। সেখানে রোহিত-কোহলির মতো তারকাদেরও ছন্দে দেখা গিয়েছে।

ভারতীয় টিম গত বছর, ওয়ান-ডে ওয়ার্ল্ড কাপের পর ১১টি টি২০ খেলেছে। এর মধ্যে অনেক সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। সে কারণে শিবম দুবে ও জিতেশ শর্মার মতো খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছিল। দ্রাবিড় তৃতীয় ম্যাচের পর একটি প্রেস কনফারেন্সে বলেন, একদিনের ওয়ার্ল্ড কাপে আলাদা-আলাদা খেলোয়াড় খেলেছে। এর একাধিক কারণ রয়েছে। কিন্তু এটা খুব ভাল, যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা সকলেই পারফর্ম করেছেন। তাতে আমাদের হাতে আলাদা জায়গার জন্য একাধিক বিকল্প তৈরি হয়েছে।

তিনি বলেন, ’‘আমাদের কিছু দিক দেখে কাজ করতে হবে। আমরা এর উপর গুরুত্ব দিয়ে বিচার করছি। জুন মাসে হতে চলা টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের সঙ্গেই আমাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। এক দল হিসেবে আমরা আর আপাতত মাঠে নামব না। সামনে আইপিএল রয়েছে। সবার পারফরম্য়ান্সের উপর আমাদের নজর থাকবে।’’

শিবম দুবে দীর্ঘদিন পর দলে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৪ রান করেন এবং দুটি উইকেটও পান। দ্রাবিড় বলেন, তিনি দীর্ঘদিনে পর দলে ফিরেছেন এবং আগের চেয়ে অনেক ভাল ও কনফিডেন্ট খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন। শিবম আগে থেকেই ভাল খেলোয়াড় ছিলেন, কিন্তু এখন তিনি আরও অভিজ্ঞ। তাঁর পারফরম্যান্সে আমরা খুশি।  শিবম টু্র্নামেন্টের প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন।

উইকেটকিপিংয়েও ভারতের কাছে সঞ্জু স্যামসন, ইশান কিসান, কেএল রাহুল, জিতেশ শর্মা এবং ঋষভ পন্তের মতো একগুচ্ছ বিকল্প তৈরি হয়েছে। কোচ এদিন কাকে খেলানো হবে তা না বললেও, কাউকেই খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি বলেছেন, আমাদের কাছে বিকল্প রয়েছে। সঞ্জু, ইশান, ঋষভরা রয়েছে। দেখতে হবে, যে আগামী কয়েক মাসে কী পরিস্থিতি থাকবে। তার উপর নির্ভর করে চূড়ান্ত দল গঠন করতে হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement