Advertisement

India-Pakistan Asia cup: 'খেলাটা হতে দিন,'এশিয়া কাপে ভারত VS পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

শিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বাতিলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য 'এটা শুধুই একটা ম্যাচ, এটা হতে দিন।' ১৪ সেপ্টেম্বর দুবাইতে নির্ধারিত ম্যাচটি নিয়ে আইনের ছাত্রী উর্বশী জৈন ও আরও তিনজন পড়ুয়া সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

ভারত-পাকিস্তান এশিয়া কাপ।-ফাইল ছবিভারত-পাকিস্তান এশিয়া কাপ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 12:37 PM IST
  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বাতিলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।
  • আদালতের স্পষ্ট বক্তব্য 'এটা শুধুই একটা ম্যাচ, এটা হতে দিন।'

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বাতিলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য 'এটা শুধুই একটা ম্যাচ, এটা হতে দিন।' ১৪ সেপ্টেম্বর দুবাইতে নির্ধারিত ম্যাচটি নিয়ে আইনের ছাত্রী উর্বশী জৈন ও আরও তিনজন পড়ুয়া সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁদের দাবি ছিল, পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে। তাই সরকারের উচিত এই ম্যাচ বাতিল করা।

বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইর বেঞ্চ আবেদনের শুনানি করতে অস্বীকার করে জানিয়ে বলেন, 'ম্যাচ রবিবার, এখন কী করা সম্ভব? এ নিয়ে তাড়াহুড়োর দরকার নেই।' আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন, পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুরে বহু সেনা ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, তাই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা শহীদদের আত্মত্যাগকে অসম্মান করবে।

ইতিমধ্যে রাজনৈতিক মহলেও পাকিস্তানের সঙ্গে খেলার বিরোধিতা জোরদার হয়েছে। শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত একে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়ে সরব হয়েছেন। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদবও বিসিসিআইকে ম্যাচ বয়কটের পরামর্শ দিয়েছেন। তবুও আদালতের রায়ে স্পষ্ট, এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান লড়াই স্বাভাবিক নিয়মে হবে, এবং গ্রুপ পর্ব ছাড়াও সুপার-৪ ও ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement