Advertisement

India Vs Australia 1st ODI: ৭ মাস পর আজ মাঠে বিরাট-রোহিত, মাঠে নামার আগেই উৎসাহ তুঙ্গে ফ্যানদের

India Vs Australia 1st ODI: এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১৫২টি ওয়ানডে হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮৪টি, ভারত ৫৮টি। পার্থের অপ্টাস স্টেডিয়ামে এটাই ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ। মজার ব্যাপার, অস্ট্রেলিয়া এখানকার আগের তিনটি ম্যাচেই হেরেছে!

Aajtak Bangla
  • পার্থ,
  • 19 Oct 2025,
  • अपडेटेड 1:35 AM IST

India Vs Australia 1st ODI Virat Rohit: অস্ট্রেলিয়ার মাটিতে ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে, রবিবার সকাল ৯টা থেকে (ভারতীয় সময়)। ভারতের নেতৃত্বে থাকছেন তরুণ তারকা শুভমন গিল, আর অজিদের অধিনায়ক মিচেল মার্শ।

এই ম্যাচটি বিশেষ হয়ে উঠছে শুভমনের জন্য। ওয়ানডে ফরম্যাটে এটাই তাঁর প্রথম নেতৃত্বের দায়িত্ব। আরও বড় খবর, প্রায় ২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শেষবার তাঁরা খেলেছিলেন মার্চে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে রোহিতের নেতৃত্বে ভারত জিতেছিল শিরোপা। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন তাঁরা একমাত্র ওয়ানডেতেই মনোযোগী। রোহিত এবার আর অধিনায়ক নন, বরং ‘হিটম্যান’ ব্যাটার হিসেবেই নামছেন মাঠে।

অনেকে মনে করছেন, এটা হয়তো রোহিত-কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর হতে পারে। ভারতীয় ব্যাটিং লাইনআপে এই দুই অভিজ্ঞ তারকার পাশাপাশি থাকছেন শুভমন গিল, শ্রেয়স আইয়ার ও কে.এল. রাহুল। এক বছর পর ওয়ানডে দলে ফিরছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং ও হর্ষিত রাণা। স্পিন বিভাগে দায়িত্ব থাকবে কুলদীপ যাদব ও অক্ষর পটেলের কাঁধে। আর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে বড় ভূমিকা নিতে পারেন নবাগত নীতীশ কুমার রেড্ডি।

আরও পড়ুন

অন্যদিকে, অস্ট্রেলিয়ার শিবিরে এখন চিন্তার মেঘ। অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন, নেতৃত্বে এসেছেন মিচেল মার্শ। অলরাউন্ডার ক্যামেরন গ্রীনও চোটে বাইরে, তাঁর জায়গায় সুযোগ পাচ্ছেন মার্নাস লাবুশেন। প্রথম ম্যাচে থাকছেন না উইকেটকিপার জোশ ইংলিস, অ্যালেক্স কেরি ও স্পিনার অ্যাডাম জাম্পা। তবে ট্রেভিস হেড, মিচেল স্টার্ক ও জোশ হেজলউড পুরোপুরি ফিট। নতুন মুখ হিসেবে ডেবিউ করতে পারেন ম্যাথিউ রেনশ ও অলরাউন্ডার মিচেল ওয়েন।

এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১৫২টি ওয়ানডে হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮৪টি, ভারত ৫৮টি। পার্থের অপ্টাস স্টেডিয়ামে এটাই ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ। মজার ব্যাপার, অস্ট্রেলিয়া এখানকার আগের তিনটি ম্যাচেই হেরেছে!

Advertisement

ভারতের সম্ভাব্য ভারতীয় একাদশ:

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে.এল. রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রাণা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য অস্ট্রেলিয়ান একাদশ:

মিচেল মার্শ (অধিনায়ক), ট্রেভিস হেড, ম্যাথিউ শর্ট, ম্যাথিউ রেনশ, জোশ ফিলিপ (উইকেটকিপার), মিচেল ওয়েন, কুপার কনোলি, মিচেল স্টার্ক, নাথান এলিস, জোশ হেজলউড, ম্যাথিউ কুহনম্যান।
 

 

Read more!
Advertisement
Advertisement