Advertisement

India vs Australia 1st Test: পারথের পিচ নিয়ে ভয় দেখিয়েছিল অস্ট্রেলিয়া, ম্যাচ জিতে কী 'জবাব' বুমরার?

পারথের অপটাস স্টেডয়ামে প্রথম টেস্ট ম্যাচে হার অস্ট্রেলিয়ার (Australia)। তাও আবার ভারতের (India) কাছে ২৯৫ রানে। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) দলে না থাকায় নেতৃত্ব দিতে গিয়ে সফল জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ম্যাচের সেরা তিনিই। হবেন নাই বা কেন। এই টেস্টে শুরুটা ভাল না হওয়ায় ক্যাপ্টেনই দলকে লড়াইয়ে ফেরান। মোট আটটা উইকেট তাঁর ঝুলিতে। সিরিজ শুরুর আগে ভারতীয়দের ভয় দেখাতে চেয়েছিল অজিরা। তবে এই পারথের পিচে তেমন মশলা ছিল না বলে জানিয়ে দিলেন বুমরা।

Aajtak Bangla
  • পারথ,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 4:01 PM IST

পারথের অপটাস স্টেডয়ামে প্রথম টেস্ট ম্যাচে হার অস্ট্রেলিয়ার (Australia)। তাও আবার ভারতের (India) কাছে ২৯৫ রানে। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) দলে না থাকায় নেতৃত্ব দিতে গিয়ে সফল জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ম্যাচের সেরা তিনিই। হবেন নাই বা কেন। এই টেস্টে শুরুটা ভাল না হওয়ায় ক্যাপ্টেনই দলকে লড়াইয়ে ফেরান। মোট আটটা উইকেট তাঁর ঝুলিতে। সিরিজ শুরুর আগে ভারতীয়দের ভয় দেখাতে চেয়েছিল অজিরা। তবে এই পারথের পিচে তেমন মশলা ছিল না বলে জানিয়ে দিলেন বুমরা।
 

পারথের উইকেটে মশলা নেই
পারথের উইকেটে সে রকম মশলা নেই বলে জানালেন ভারতকে জেতানো ক্যাপ্টেন বুমরা। ম্যাচ শেষে তিনি বলেন, '২০১৮ সালে আমি এখানে খেলেছিলাম। মাথায় ছিল, ম্য়াচ শুরুর দিকে উইকেটের উপরিভাগ কিছুটা হলেও নরম থাকে। আমরা প্রস্তুতিটা বেশ ভালই নিয়েছিলাম। সেকারণে আমি সবাইকে বলেছিলাম যে নিজের উপর আত্মবিশ্বাসটা ধরে রাখতে। অবশেষে জয়লাভ করলাম।'

টেস্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া জানিইয়েছিল, এই পিচে পেস থাকবে। প্রথম দিনে সেটা ছিল বটে, তবে দ্বিতীয় দিনে তা বদলে যায়। ব্যাটিং-এর জন্য তা আরও সহজ হয়ে যেতে থাকে। সবুজ পিচের রংও বদলে যায়। লাল হতে থাকে পারথের পিচ। সে কথাই জানিয়েছেন বুমরা। দারুণ কামব্যাকের জন্য যশস্বী জয়সওয়ালের প্রশংসা করতেও ভলেননি বুমরা।

তিন দিনে পিচের পার্থক্য

ম্যাচের সেরা হতে পারত যশস্বীও
গোটা ম্যাচে আট উইকেট নেওয়া বুমরাকেই ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়েছে। তবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের মতে সেরা হতে পারতেন যশস্বীও। ১৬১ রান করে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন যশস্বী। সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, 'যশস্বীও দারুণ খেলেছে। এটা অস্ট্রেলিয়ায় ওর প্রথম মতাচ। দেখে বোঝা যায়নি। তবে শুধু যশস্বী নয়, যারাই নতুন এসেছে তাদের কেউই ভয়ে কাঁপেনি। নতুন কিছু শিখতে চেয়েছে। সেটা হলে সুবিধা হয়।' 

'দারুণ কামব্যাক...'
ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ভারতীয় দলের এভাবে ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত বুমরা। তিনি বলেন, 'খুব খুশি। প্রথম ইনিংসে আমরা যথেষ্ট চাপে ছিলা। কিন্তু যেভাবে কামব্যাক করেছি, তা এককথায় অসাধারণ।'
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement