Advertisement

India vs Australia 2nd Test: 'হেড মিথ্যা বলছে...' অজি তারকার সঙ্গে ঝামেলা নিয়ে বিস্ফোরক সিরাজ

অ্যাডিলেড টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। তবে দিন-রাতের সেই টেস্ট নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় অব্যহত। ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়াকে জেতানোর অন্যতম কারিগর ট্রাভিস হেডের সঙ্গে কথার লড়াইয়ে দেখা যায় ভারতের পেস বোলারকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াও উত্তাল হয়। আর সেই ঘটনায় হেড মিথ্যে বলছেন বলে দাবি করলেন সিরাজ। 

মোহাম্মদ সিরাজ, ট্র্যাভিস হেড
Aajtak Bangla
  • অ্যাডিলেড,
  • 08 Dec 2024,
  • अपडेटेड 12:35 PM IST

অ্যাডিলেড টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। তবে দিন-রাতের সেই টেস্ট নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় অব্যহত। ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়াকে জেতানোর অন্যতম কারিগর ট্রাভিস হেডের সঙ্গে কথার লড়াইয়ে দেখা যায় ভারতের পেস বোলারকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াও উত্তাল হয়। আর সেই ঘটনায় হেড মিথ্যে বলছেন বলে দাবি করলেন সিরাজ। 

কী ঘটেছিল?

ছক্কা খাওয়ার পরে হেডকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করেন সিরাজ। যা স্বীকার করে নিয়েছেন ভারতীয় পেসার। কিন্তু তাঁকে উলটো-পালটা কোনও অঙ্গভঙ্গি করতে বা কিছু বলতে দেখা যায়নি। তারপর হেডকে কিছু বলতে দেখা যায়। তারপর পালটা মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন সিরাজ।

কী বললেন সিরাজ?
রবিবার অ্যাডিলেডে তৃতীয় দিনের খেলা শুরুর আগে সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে সিরাজ বলেন, ‘(হেডকে) বোল্ড করার পরে আমি সেলিব্রেশন করছিলাম। ও আমায় (প্রথমে) গালিগালাজ করে। আপনি টিভিতেও সেটা দেখতে পাবেন যে ও কী বলছে। প্রথমে আমি সেলিব্রেশনই করছিলাম। আমি ওকে কিছু বলিনি। ও সাংবাদিক বৈঠকে ভুল কথা বলেছে। মিথ্যে বলেছে যে আমায় ভালো বোলিং করেছো বলেছিল। সেটা মোটেও বলেনি।’

সিরাজ জানিয়েছেন, হেড যেরকম আচরণ করেন, সেটা তাঁর মোটেও ভালো লাগেনি। তাই পালটা জবাব দিয়েছেন। আর সেই কাজটা করে সিরাজ যে কোনও ভুল করেননি, তা সাফ জানিয়েছেন স্টার স্পোর্টসের সঞ্চালক তথা ভারতের প্রাক্তন তারকা অফস্পিনার হরভজন সিং। তিনি সাফ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের স্বভাবই এরকম। ওঁরা মোটেও ‘ভালো বোলিং করেছো’ বলার লোক নন।

হেড কী বলেছেন?
হেড বলেন, ‘আমি সিরাজকে বলেছিলাম যে ভালো বল করেছো। (কিন্তু) ও যখন শেডের দিকে তাকিয়ে আমায় অঙ্গভঙ্গি করে, তখন আমার থেকে কিছুটা ফেরত পেয়েছে। অতীতের কয়েকটি ইনিংস নিয়ে যা ঘটল, তাতে কিছুটা হতাশ। তবে হ্যাঁ, এটাই ব্যাপার। ওরা যদি ওরকম আচরণ করতে চায় এবং নিজেদের ওরকমভাবে তুলে ধরতে চায়, তাহলে তাই করুক।’

Advertisement

ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে বরাবরই এমন ঘটনা ঘটে থাকে। মাঙ্কি গেট কেলেঙ্কারি থেকে শুরু করে আম্পায়ারের সিদ্ধান্ত বারবার উত্তপ্ত হয়েছে এই সিরিজ। আর সেটাই আরও আকর্ষণীয় করে তুলেছে বর্ডার গাভাস্কার ট্রফিকে। সাধারণ দর্শকদের যা দারুণ আনন্দ দেয়।  

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement