
আবার দারুণ বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিত অ্যাডিলেডে রান পেলেও প্রথম দুই ম্যাচেই রান করতে পারেননি বিরাট। তাঁর সাধের অ্যাডিলেডেও তাঁকে ফিরতে হয়েছে ০ হাতেই। তবে সিডনিতে দুই তারকা একেবারে নিজেদের পরিচিত ছন্দে। সাত মাস পর ভারতের জার্সিতে নেমে দুই জনেই স্ব মহিমায়। ৫৬ বলে ৫০ বকরেন বিরাট। জুটিতে ওঠে ১০০ রান।
২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্রুত আউট হন শুভমন গিল। বর্তমানের প্রস্থানের পর আগমন প্রাক্তনের। আর সেই দুই প্রাক্তন ক্যাপ্টেনই ভারতকে হোয়াইট ওয়াশের লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিলেন তা বলাই যায়। আবার হাফ সেঞ্চুরি করে ফেলেন রোহিত। ওপেন করতে নেমে একবারের জন্যও মনে হয়নি অস্বস্তি বোধ করছেন রোকো জুটি। দুই জনই মেরে গিয়েছেন অজি বোলারদের। এক জায়গায় বল করতে দেননি। দিশেহারা লেগেছে অ্যাডাম জ্যাম্পাদের।
সিডনিতে ভারতের রেকর্ড
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দলের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড বিশেষ চিত্তাকর্ষক নয়। ভারতীয় দল এই মাঠে ২২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, মাত্র পাঁচটিতে জিতেছে। ভারতীয় দল ১৬টি ম্যাচে হেরেছে, একটি ম্যাচ ড্র হয়েছে। ভারত এবং অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এই সময়ের মধ্যে, ভারতীয় দল মাত্র দুটি ম্যাচে জিতেছে, যেখানে অস্ট্রেলিয়ান দল ১৬টি ম্যাচে জিতেছে। দুই দলের মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মোট ১৫৪টি এ কদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া ৮৬টি ম্যাচ জিতেছে, যেখানে ভারত ৫৮টি জিতেছে। তাছাড়া, ১০টি ম্যাচ ড্র হয়েছে, যার অর্থ অস্ট্রেলিয়ার হাত বেশি।
সিডনি ওয়ানডেতে ভারতের প্লেয়িং ১১: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ।
সিডনি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যান্ডিস হেড, ম্যাথু শর্ট, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনলি, মিচ ওয়েন, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান এ লিস এবং অ্যাডাম জাম্পা।