Advertisement

India vs Australia 3rd Test: গাব্বা টেস্টের আগে বুমরার চোট? রইল লেটেস্ট আপডেট

অ্যাডিলেড টেস্ট হারের পর, ব্রিসবেনে জয়ে ফিরতে মরিয়া ভারতীয় দল (Team India)। এর মাঝেই শোনা গিয়েছিল, চোট লেগেছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। তবে বৃহস্পতিবার সকালে নেটে দেখা গেল বল করছেন ভারতের তারকা পেসার। তবে এই স্পিডস্টারকে শুরুতেই জোরে বল করতে দেখা যায়নি। করছিলেন লেগস্পিন যা নিয়ে চিন্তা বেড়ে গিয়েছিল ভারতীয় দলের সমর্থকদের। 

Jasprit Bumrah
Aajtak Bangla
  • ব্রিসবেন,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 2:22 PM IST

অ্যাডিলেড টেস্ট হারের পর, ব্রিসবেনে জয়ে ফিরতে মরিয়া ভারতীয় দল (Team India)। এর মাঝেই শোনা গিয়েছিল, চোট লেগেছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। তবে বৃহস্পতিবার সকালে নেটে দেখা গেল বল করছেন ভারতের তারকা পেসার। তবে এই স্পিডস্টারকে শুরুতেই জোরে বল করতে দেখা যায়নি। করছিলেন লেগস্পিন যা নিয়ে চিন্তা বেড়ে গিয়েছিল ভারতীয় দলের সমর্থকদের। 

তবে কি চোট থাকার কারণেই রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে স্পিন বল করছিলেন ভারতের ভাইস ক্যাপ্টেন? কিছুটা সময় পরেই পাওয়া গেল এই প্রশ্নের উত্তর। স্বভাবসিদ্ধ পেস বল করাই শুরু করলেন বুমরা। স্বস্তি পেলেন ভারতীয় দলের সমর্থকরা। শুধু তাই নয়,  যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও লোকেশ রাহুলকে (KL Rahul) বল করেন তিনি। আরও বড় ব্যাপার হল, বেশ কয়েকটি বলে ব্যাট লাগাতে পারেননি ফর্মে থাকা দুই ক্রিকেটার।

পেস বল করার আগে বুমরার স্পিন দেখে অনেকের অনুমান, একটি অতিরিক্ত অস্ত্র ব্রিসবেনে রাখতে চাইছেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁকে অনেক বেশি গতির তারতম্য করতে দেখা যায়। কিছু বল অফ ব্রেক বা লেগ ব্রেক করেন। তাতে উইকেটও নেন তিনি। তবে কি ব্রিসবেন টেস্টেও তুরুপের তাস হিসাবে লেগ ব্রেকের অনুশীলন সেরে রাখলেন বুমরা?

চলতি সিরিজ় প্রথম টেস্টে ১২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। রোহিত শর্মা (Rohit Sharma) না থাকায় সেই টেস্টে ভারতের অধিনায়কও ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে ৪টি উইকেট নিয়েছেন তিনি। দুই টেস্টে সর্বাধিক ১২টি উইকেট তাঁরই দখলে। ২০২৪ সালে টেস্টে ৫৩টি উইকেট নিয়েছেন তিনি। চলতি বছর টেস্টে সর্বাধিক উইকেট তাঁর। ব্রিসবেনে সেই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে নামবেন ভারতীয় পেসার। তারই প্রস্তুতি সেরে রাখলেন তিনি।

Advertisement

এদিকে গাব্বার পিচ বোলারদের জন্য স্বর্গ। ফলে সেই পিচ থেকে বেশকিছু উইকেট তুলে নিতে পারবেন বুমরা এমনটা আশা করাই যায়। সেক্ষেত্রে ভারতীয় দলের অন্য পেসাররাও দারুণ সুবিধা পাবেন। 

   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement