ব্রিসবেনের পর মেলবোর্নেও কাজে লাগল বেল বদলের টোটকা। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম দিনই প্রমাণ হয়ে গেল এই ট্রিকে কাজ হয়। অন্তত ব্যাটারের উপর মানসিক চাপ তৈরি করা যায়। আর তাতেই বেশিরভাগ ক্ষেত্রে আউট হন তাঁরা। আর সেটা দ্বিতীয়বার ঘটল মানার্স লাবুশেনের (Ma সঙ্গে। আর সেই কারণেই ৫৭ রান করে আউট হতে হল উসমান খজাকে।
অজি ব্যাটারকে আউট করে নিজেই অবাক হয়ে যান জসপ্রীত বুমরা। আসলে ৭২ রান করাই শুধু নয়, ভারতীয় বোলারদের হতোদ্যম করে দিয়েছিলেন খজা-লাবুশেন জুটি। মেলবোর্নে সিরাজ যখন বেল-বদল করেন তখন গায়ে মাখেননি লাবুশেন। তাঁকে ডাকলেও সাড়া দেননি। যদিও উইকেট মিলল উল্টোদিকের। সিরাজ বেল বদলে ছিলেন। উইকেট নেন জসপ্রীত বুমরা। ভেঙে যায় লাবুশেন-খজা জুটি।
লাঞ্চ ব্রেকের পর সেটিই ছিল বুমরার নতুন স্পেলের প্রথম ওভার। বাউন্সার দেওয়ার চেষ্টা করেন। যদিও বল প্রত্যাশা অনুযায়ী বাউন্স হয়নি। পুল শট খেলেছিলেন উসমান খজা। পিচে অসমান বাউন্স, গতিরও হেরফের রয়েছে। খজার ব্যাটের একেবারে শেষ প্রান্তে লাগে। শর্ট মিডউইকেটে লোকেশ রাহুল ছিলেন। আচমকা ক্যাচ। এমন বলে উইকেট পাবেন তা বুমরা নিজেও ভাবেননি। আর সেটা তাঁর প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট।
দিনের শেষে যদিও ভাল জায়গায় অস্ট্রেলিয়া। ৩০০ পেরিয়ে গিয়েছে। দিনের শেষে ৬ উইকেটে ৩১১ রান করেছে তারা। দিনের শুরুটাই দারুণভাবে ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে দেন স্যাম কনস্টাস। স্টিভ স্মিথ ৬৮ রান করে এবং প্যাট কামিন্স ৮ রান করে ক্রিজে আছেন।
MCG টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়িং-১১: উসমান খাজা, স্যাম কনস্টানস, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
MCG টেস্টের জন্য ভারতের প্লেয়িং-১১: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।
টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর
২২-২৫ নভেম্বর: প্রথম টেস্ট, পার্থ (ভারত ২৯৫ রানে জিতেছে)
৬-৮ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড (অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে)
১৪-১৮ ডিসেম্বর: তৃতীয় টেস্ট, ব্রিসবেন (ড্র)
২৬-৩০ ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন (চলছে)
৩-৭ জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি