বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচের আগের দিনই দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল কেমন হবে এই টেস্টে? তা নিয়েও শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। তবে সবচেয়ে বড় কথা হল, টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে দেখা যাবে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে? নাকি ছয় নম্বরেই ব্যাট করতে নামবেন হিটম্যান?
ওপেন করবেন রোহিত?
অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে লোয়ার মিডল অর্ডারে নামলেও, মেলবোর্নে ওপেন করতে নামতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করতে নামবেন শুভমন গিল। সাংবাদিক সম্মেলনে রোহিতের কাছে এ ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি জানিয়ে দেন, 'এটা বলব না।' প্রতিভাবান হলেও, খুব ভাল ছন্দে নেই যশস্বী জয়সওয়াল। তবে তাঁর উপরেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। রোহিত জানিয়ে দেন, 'এটা জয়সওয়ালের প্রথম অস্ট্রেলিয়া সফর। তার মধ্যেই, ও যা করেছে তা সকলেই দেখেছেন।'
দলে জায়গা পাবেন নীতিশ
দলে থাকতে পারেন নীতিশ কুমার রেড্ডি। ২০২৪ সালের বর্ডার-গাভাস্কার ট্রফিতে এই অলরাউন্ডার একজন অসাধারণ খেলছেন। ব্যাটের পাশাপাশি বল, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে ১৭৯ রান এবং গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। সিরিজ এই মুহূর্তে ১-১ সমতায় রয়েছে। উভয় দলই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য তাদের দৌড় আরও জোরদার করার লক্ষ্যে বক্সিং ডে টেস্টে নামবে।
ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা জোরে বোলারদের। এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা কম। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। খেলবেন বাংলার আকাশ দীপও। ব্রিসবেনে প্রথম খেললেও তাঁর পারফরম্যান্সে খুশি গম্ভীর। আকাশের বোলিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও। তা ছাড়া ব্রিসবেনে আকাশের ব্যাটেই বেঁচে ছিল ফলো-অন। তাই হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণের পক্ষে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন। সিরাজ সেরা ফর্মে না থাকলেও তাঁর উপর আস্থা রয়েছে রোহিতদের। পরিবর্ত হিসাবে প্রসিদ্ধের নাম নিয়ে আলোচনা হলেও তাঁর খেলার সম্ভাবনা কম। আকাশ ব্যাট করতে নামবেন ন’নম্বরে। ব্যাটিং অর্ডারের ১০ এবং ১১ নম্বরে থাকবেন সিরাজ এবং বুমরা।
চতুর্থ টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।