Advertisement

India vs Australia 4th Test: গ্যালারি থেকে কটাক্ষ, কোহলিকে সান্ত্বনা দিতে মাঠে ঢুকে জড়িয়ে ধরলেন ভক্ত; VIRAL VIDEO

স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) ধাক্কা নিয়ে এখনও জোর চর্চা চলছে। টিম ইন্ডিয়ার (Team India) হতশ্রী পারফরম্যান্সের ফলে গ্যালারি থেকেও উড়ে আসছে নানা বিদ্রুপ। তবে এই ঘটনা নিয়ে খুব বেশি কথা না বলাই ভাল বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা। অজি তরুণ স্যাম কনস্টাসও এই ঘটনা নিয়ে বলেছিলেন, মাঠের ঘটনা মাঠেই ছেড়ে এসেছেন। বিরাট কোহলিকে অবশ্য অন্য অস্বস্তিতে পড়তে হল মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন।

Virat KohliVirat Kohli
Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 7:53 AM IST

স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) ধাক্কা নিয়ে এখনও জোর চর্চা চলছে। টিম ইন্ডিয়ার (Team India) হতশ্রী পারফরম্যান্সের ফলে গ্যালারি থেকেও উড়ে আসছে নানা বিদ্রুপ। তবে এই ঘটনা নিয়ে খুব বেশি কথা না বলাই ভাল বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা। অজি তরুণ স্যাম কনস্টাসও এই ঘটনা নিয়ে বলেছিলেন, মাঠের ঘটনা মাঠেই ছেড়ে এসেছেন। বিরাট কোহলিকে অবশ্য অন্য অস্বস্তিতে পড়তে হল মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন।

কী ঘটেছে?

ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে মেলবোর্নের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেট প্রেমী। রুদ্ধশ্বাস দৌড়ে বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন। নিরাপত্তা কর্মীরা দ্রুতই তাঁকে ধরে ফেলে মাঠের বাইরে নিয়ে যান। এই ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ৯৭তম ওভারে। স্টিভ স্মিথের অনবদ্য ব্যাটিংয়ে এমনিতেই বিরাট সমস্যায় ভারতীয় দল। এই ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও মনোসংযোগ নষ্ট হয়।

বিরাটের সেঞ্চুরি চায় মেলবোর্নও

দ্বিতীয় দিনে বিরাট কোহলির দায়িত্ব আরও বাড়ল। স্টিভ স্মিথ ইতিমধ্যেই সেঞ্চুরি করে বিনোদন দিয়েছেন। বিরাটের ব্যাটও এমন শতরানের প্রত্যাশা করছেন দর্শকরা। পারথের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর ব্যাট হাতে আর ভালো পারফরম্যান্স নেই। মেলবোর্নে পরিস্থিতি ব্যাটারদের পক্ষেই। তার আগে অবশ্য ভারতীয় বোলারদের, অস্ট্রেলিয়াকে অলআউট করতে হবে। সেটাই এখন কার্যত অসম্ভব মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার ইনিংস ক্রমশ বড়ই হয়ে যাচ্ছে। 

যে দিকে পরিস্থিতি এগোচ্ছে, তাতে ভারতীয় দলকে জেতার আশা ছেড়ে ম্যাচ বাঁচানোর দিকে মন দিতে হতে পারে। সাত উইকেট হারালেও ৪৫৪ রান করে ফেলেছে। ৫০০ পেরলে ডিক্লেয়ার করে দিতে পারে অস্ট্রেলিয়া। রোহিত শর্মারা তার আগে বাকি তিন উইকেট তুলতে পারলে মান সম্মান কিছুটা হলেও থাকবে। মহম্মদ সিরাজ, নিতীশ রেড্ডিরা যেভাবে বল করছেন তা দেখে মনেই হচ্ছে না এই ভারতীয় বোলিং এক ম্যাচে ২০ উইকেট তুলতে পারে। ব্যাটিং ব্যর্থতার পর, বোলিং-এও ব্যর্থতা টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াচ্ছে।     

Advertisement
Read more!
Advertisement
Advertisement