Advertisement

India vs Australia 5th Test Day 2: দ্বিতীয় দিন ভারতের, ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে এগিয়ে বুমরারা

ভারতের পর সিডনির পিচে ব্যাট করতে নেমে সমস্যায় অস্ট্রেলিয়াও। ৯৬ রানেই ৫ উইকেট হারায় তারা। ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপ বেরেছে অজিদের। দারুণ বোলিং প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করতে মরিয়া ভারতীয় দল।

Aajtak Bangla
  • সিডনি,
  • 04 Jan 2025,
  • अपडेटेड 12:35 PM IST

ভারতের পর সিডনির পিচে ব্যাট করতে নেমে সমস্যায় অস্ট্রেলিয়াও। ৯৬ রানেই ৫ উইকেট হারায় তারা। ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপ বেরেছে অজিদের। দারুণ বোলিং প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করতে মরিয়া ভারতীয় দল। 

দিনের শেষদিকে উইকেট হারাল ভারত

বাজে শট খেলে আউট নীতিশ রেড্ডি। ৬ উইকেট হহারাল ভারত। ভারতীয় দল এগিয়ে ১৩৩ রানে। 

আরও পড়ুন

আউট পান্ত

৩৩ বলে ৬১ রান করে আউট পান্ত। ১২৪ রানে ৫ উইকেট হারাল ভারত। উইকেট নিলেন প্যাট কামিন্স। অ্যালেক্স কেরির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।   

দুরন্ত পান্ত

হাফ সেঞ্চুরি করে ফেললেন পান্ত। চাপে পরে গিয়েছে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ১২৪ রান টিম ইন্ডিয়ার। ২৯ বলে দারুণ ৫০ উইকেটকিপার ব্যাটারের। 

পরপর ২ উইকেট হারাল ভারত

বিরাটের পর আউট গিলও। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে ভারতীয় দল। দারুণ ক্যাচ কেরির। 

দুই উইকেট বোল্যান্ডের

আউট হলেন জয়সওয়াল। দুই উইকেট হারাল ভারতীয় দল। ৪৮ রানে ২ উইকেট টিম ইন্ডিয়ার। 

আউট রাহুল

১৩ রান করে বোল্ড হলেন রাহুল। স্কট বোল্যান্ডের বলে আউট হলেন রাহুল। বল ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে সোজা উইকেটে লাগে। ৪২ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

দারুণ শুরু ভারতের

আক্রমণের রাস্তা থেকে সরছেন না জয়সওয়াল। দারুণ ব্যাটিং ভারতের ওপেনারদের। 

অল আউট অস্ট্রেলিয়া

বোল্যান্ডকে বোল্ড করলেন সিরাজ। ১৮১ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। চার রানে এগিয়ে ভারতীয় দল। 

বড় উইকেট পেল ভারত

সাত উইকেট হারাল অস্ট্রেলিয়া। ১০ রান করে আউট প্যাট কামিন্স। উইকেট সিরাজের।  

৫০ ওয়েবস্টারের

অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি ওয়েবস্টারের। ৬ উইকেটে ১৫৫ রান অস্ট্রেলিয়ার। 

আউট কেরি

আবার উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার। বোল্ড করলেন অ্যালেক্স কেরিকে। স্মিথের পর কেরির উইকেটও তুলে নিলেন ভারতীয় বোলার।

Advertisement

আউট স্মিথ

স্টিভ স্মিথ এবং অভিষেক হওয়া বিউ ওয়েবস্টার ইনিংসকে এগিয়ে নেন এবং ৫৭ রানের জুটি গড়েন, কিন্তু লাঞ্চের ঠিক আগে স্টিভ স্মিথ (৩৩) ফেরেন। স্লিপে কেএল রাহুলের হাতে ক্যাচ দেন তিনি। উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। 

বড় উইকেট পেল ভারত

বিপজ্জনক ব্যাটসম্যান ট্র্যান্ডিস হেডও (৪) আউট হন। দ্বিতীয় স্লিপে কেএল রাহুলের হাতে ধরা পড়েন।

এক ওভারে দুই উইকেট

একই ওভারে অস্ট্রেলিয়াকে দুটি বড় ধাক্কা দেন মহাম্মদ সিরাজ। সিরাজ প্রথমে স্যাম কনস্টাসকে (২৩) ফেরান। গালি অঞ্চলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি।
 

দ্বিতীয় দিনে দারুণ শুরু ভারতের

দ্বিতীয় দিনে, ভারতীয় দল শীঘ্রই সাফল্য পায়। জাসপ্রিত বুমরার বলে উইকেটরক্ষক ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মারনাস লাবুসচেন (২)। মাঠের আম্পায়ার লাবুসচেনকে আউট দেননি, তাই বুমরা রিভিউ নেন কারণ বলটি স্পষ্টভাবে মার্নাসের ব্যাটে লেগেছিল।

Read more!
Advertisement
Advertisement