দিনের শুরুতেই সপ্তম উইকেট হারাল ভারতীয় দল। আউট হলেন রবীন্দ্র জাদেজা। ১৫০ পেরিয়ে গেল ভারতীয় দলের লিড। তবে আরও রান দরকার টিম ইন্ডিয়ার। হাতে মাত্র ৩ উইকেট।
জিতে গেল অস্ট্রেলিয়া
৬ উকেটে শুধু ম্যাচ জেতা নয়, ১০ বছর পর বর্ডার-গাভাস্কার সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
আউট খজা
উইকেট পেলেন সিরাজ। কট বিহাইন্ড হলেন খজা। ৪৫ বলে ৪১ রান করে আউট অজি ব্যাটার।
১০০ পেরল অস্ট্রেলিয়া
৩ উইকেটে ১০০ পেরিয়ে গেল অজিরা। ভাল ছন্দে হেড ও খজা।
৩ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার
এবার আউট স্টিভ স্মিথ। দারুণ ছন্দে কৃষ্ণা। ৫৮ রানে ৩ উইকেট হারাল অজিরা।
আবার উইকেট প্রসিদ্ধের
আউট লাবুশেন। উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার। গালিতে দারুণ ক্যাচ জয়সওয়ালের। ২০ বল খেলে ৬ রান করে আউট হলেন লাবুশেন। দলের রান ২ উইকেটে ৫২।
আউট কনস্টাস
৩৯ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। বড় শট খেলতে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট কনস্টাস।
শেষ টেস্ট জিততে দরকার ১৬২ রান
একাই ৬ উইকেট নিয়ে ভারতের ইনিংস শেষ করে দিলেন স্কট বোল্যান্ড। শেষ টেস্ট জিততে ১৬২ রান দরকার অস্ট্রেলিয়ার।
আউট বুমরা
বোল্ড বুমরা। ১৫৭ রানে শেষ ভারতের ইনিংস। ৬ উইকেট স্কট বোল্যান্ডের।
এবার আউট সিরাজও
১৫৬ রানে ৯ উইকেট হারাল ভারতীয় দল। ৪ রান করে আউট ভারতের ফাস্ট বোলার।
আউট সুন্দর
আবার উইকেট কামিন্সের। ১২ রান করে আউট ওয়াশিংটন সুন্দর। ১৫৬ রানে আট উইকেট হারাল ভারত।
আউট জাদেজা
উইকেট নিলেন কামিন্স। দিনের শুরুতেই আউট জাদেজা। বড় সাফল্য পেল অস্ট্রেলিয়া।