সিডনি টেস্টের আগে বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। পিঠের চোটের জন্য দল থেকে বাদ পড়লেন আকাশদীপ। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার।
ভারতীয় দলের কোচ, জানিয়ে দেন, 'চোটের জন্য সিডনি টেস্টে মাঠে নামতে পারবেন না আকাশ। সুতরাং, শেষ টেস্টের প্রথম একাদশে বাধ্য হয়েই একটি রদবদল ঘটাতে হবে ভারতকে। আকাশ দীপের জায়গায় নতুন কাউকে মাঠে নামাতে হবে ভারতীয় দলকে।'
আকাশের জায়গায় দলে কে?
আকাশ দীপ মাঠে নামতে পারবেন না। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিডনি টেস্টের প্রথম একাদশে জায়গা করে দিতে পারে হর্ষিত রানাকে। রানা গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার। তিনি ইতিমধ্যেই চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ২টি টেস্টে মাঠে নেমেছেন। সুতরাং, আকাশ দীপের বদলে পরীক্ষিত পেসারকেই মাঠে নামাতে চাইছেন গৌতম গম্ভীররা।
আকাশ দীপ ব্রিসবেন ও মেলবোর্নের শেষ ২টি টেস্টে মাঠে নামেন। তিনি ৪টি ইনিংসে বল করে সাকুল্যে ৫টি উইকেট দখল করেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৮ রানে ২ উইকেট। তাছাড়া ব্যাট হাতে অনবদ্য প্রতিরোধ গড়ে ব্রিসবেন টেস্ট ড্র করতেও বড়সড় ভূমিকা নেন আকাশ। তিনি ৩টি ইনিংসে ব্যাট করে মোট ২৯ রান সংগ্রহ করেছেন।
হর্ষিত রানা পার্থ ও অ্যাডিলেডে সিরিজের প্রথম ২টি টেস্টে মাঠে নামেন। তিনি ৩টি ইনিংসে বল করে সাকুল্যে ৪টি উইকেট দখল করেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ৪৮ রানে ৩টি উইকেট। রানা ৩টি ইনিংসে ব্যাট করে মোটে ৭ রান করেছেন। উল্লেখ্য, রানা ছাড়াও ভারতের হাতে পেস বিকল্প রয়েছে প্রসিধ কৃষ্ণার। এখন দেখার যে, শিকে ছেঁড়ে কার ভাগ্যে।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সও য়াল, কেএল রাহুল, অভিমন্যু ইশ্বরন, দেবদত্ত পাডিকল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ। প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেডি, ওয়াশিংটন সুন্দর, তনুশ কোটিয়ান।