India vs Australia Champions Trophy 2025: 'অস্ট্রেলিয়াকে কখনই হালকাভাবে নেওয়া যায় না। ওরা কেমন খেলে আমরা ভাল করেই জানি,' সেমিফাইনালের আগে এমনটাই মনে করছেন রোহিত শর্মা। বিষয়টা খুব একটা ভুল বলেননি ভারত অধিনায়ক। আসলে বরাবরই, কোনও বড় টুর্নামেন্টে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দী সেই অস্ট্রেলিয়াই। এই পাঁচিলটা টপকানো চিরকালই একটা চ্যালেঞ্জ।
বেশি অতীতে ফিরতে হবে না। এই ধরুন ২০২৩ সালের ওয়ার্ল্ড কাপ। টুর্নামেন্টের আগের শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর টুর্নামেন্টের প্রথম দু'টি ম্যাচেও পরাজয়। কিন্তু ১৯ নভেম্বর ২০২৩, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে তারা বিশ্বকাপ জিতেছিল।
এবার আবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। তবে এবার অজিদের একটু 'ডিজঅ্যাডভান্টেজ' আছে বলা যেতে পারে। পেস বোলার কম, ফর্মও ভালো নয়, আর ম্যাচ হবে ভারতের চেনা দুবাই পিচে- সব মিলিয়ে পাল্লা ভারতের দিকেই ভারী বলা যায়। তবু বিশেষজ্ঞদের অনেকেই এখনও অস্ট্রেলিয়াকে নিয়ে বেশ সাবধানী।
২০২৩ বিশ্বকাপে ভারতের মাঠে রোহিত শর্মাদের অপ্রতিরোধ্য মনে হয়েছিল। কিন্তু সেই দলকেই হারিয়ে শিরোপা নিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এবারও ভারত ফেভারিট হলেও ট্র্যাভিস হেডের ফর্মে থাকা অবস্থায় অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়া ভুল হবে।
কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার India Today-কে বলেন, ‘অস্ট্রেলিয়াকে কখনও হালকা হিসাবে নেওয়া যায় না। বিশ্ব ক্রিকেটে তারা বরাবরই সেরাদের মধ্যে অন্যতম। ট্রফির সংখ্যাই তার প্রমাণ।’
গ্রুপ স্তরে ভারতকে কেউ দমাতে পারেনি। বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ডকে সহজেই হারিয়েছে তারা। অন্যদিকে, অস্ট্রেলিয়া শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল। দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
ভারতের ব্যাটাররা এখন সবাই ভাল ফর্মে আছেন। রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া- সবাই ছন্দে। স্পিনারদের দাপটও দেখা গেছে। মহাম্মদ শামি ছাড়াও কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ভরুণ চক্রবর্তী সবাই ধারাবাহিকভাবে ভাল খেলছেন।
অস্ট্রেলিয়ার দলে বড় সমস্যার নাম চোট। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোইনিস নেই। ওপেনার ম্যাথু শর্টও চোটের জন্য ছিটকে গেছেন। পরিবর্তে জেক ফ্রেজার-ম্যাকগার্ক দলে এলেও তার অভিজ্ঞতা কম।
ভারত-অস্ট্রেলিয়া হোয়াইট-বল টুর্নামেন্টে ১৮ বার মুখোমুখি হয়েছে। সেখানে ১০ বার জিতেছে অস্ট্রেলিয়া, ভারত ৭ বার। তবে নকআউট পর্বে দুই দলের সমান তিনটি করে জয় আছে।
এই সেমিফাইনালে ভারত ফেভারিট হলেও অস্ট্রেলিয়া যে কোনও সময় চমক দিতে পারে। ফলে দুবাইয়ে এক রোমাঞ্চকর লড়াই দেখতে প্রস্তুত ক্রিকেটপ্রেমীরা।