Advertisement

India vs Australia Jasprit Bumrah: খেলার মাঝেই হাসপাতালে, পরে ফিরলেন, বুমরার চোট কতটা গুরুতর?

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে সমস্যায় ভারত (Team India)। হঠাৎ করেই মাঠের বাইরে চলে যান জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)। লাঞ্চের পর তাঁকে মাঠে দেখা যায়নি, তাই তার কী হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোহিত শর্মা (Rohit Sharma) না থাকায় প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও ক্যাপ্টেন্সি করছিলেন তারকা ফাস্ট বোলার। তবে পিঠের চোটের জন্য বুমরাকে মাঠ ছাড়তে হয়। 

Aajtak Bangla
  • সিডনি,
  • 04 Jan 2025,
  • अपडेटेड 12:37 PM IST

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে সমস্যায় ভারত (Team India)। হঠাৎ করেই মাঠের বাইরে চলে যান জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)। লাঞ্চের পর তাঁকে মাঠে দেখা যায়নি, তাই তার কী হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোহিত শর্মা (Rohit Sharma) না থাকায় প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও ক্যাপ্টেন্সি করছিলেন তারকা ফাস্ট বোলার। তবে পিঠের চোটের জন্য বুমরাকে মাঠ ছাড়তে হয়। 

এরপর ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দলের হাল ধরেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনিই এখন ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। ধারাভাষ্যের সময়, রবি শাস্ত্রী এবং মার্ক নিকোলাস বলেছিলেন বুমরাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এটা টিম ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা। সর্বশেষ আপডেট অনুযায়ী, অধিনায়ক জসপ্রিত বুমরা পিঠে ব্যথার কারণে স্ক্যান করাতে গিয়েছেন। সিডনি টেস্টে বারবার কিছুটা সমস্যায় দেখা গিয়েছিল বুমরাকে।

এই সিরিজে প্রচুর বল করতে হয়েছে বুমরাকে। তাঁর সঙ্গে সেভাবে জুটি বাঁধতে পারেননি কোনও পেসারই। ফলে বাড়তি চাপ নিতে হয়েছে বুমরাকে। সেই সময় থেকেই চিন্তা ছিল ভারতীয় দলের। 

হাসপাতালে বুমরা

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের ৩০ মিনিট আগেই একবার মাঠের বাইরে যান। প্রাথমিক চিকিৎসার পর ফিরে আসেন। লাঞ্চ ব্রেকের পর মাত্র এক ওভার বল করেন কোনও রকমে। স্পষ্টই বোঝা যাচ্ছিল সম্পূর্ণ সুস্থ নন তিনি। এর পর ফের একবার ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায় বুমরাকে। আর ফেরেননি মাঠে। অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে স্ক্যানের জন্য। পায়ের চোটের পুরনো সমস্যাই ফের চাড়া দিয়ে উঠেছে বুমরার, এমনটাই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে।  

Read more!
Advertisement
Advertisement