Advertisement

India vs Australia: দ্বিতীয় ODI-তেও ব্যর্থ রেড্ডি, ৮ রান করেই আউট 'তারকা' অলরাউন্ডার

আবার ব্যর্থ নীতিশ কুমার রেড্ডি। রবিবার পার্থে প্রথম একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ভারতের এই অলরাউন্ডার। সেই ম্যাচে ১৯ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ১০ বল খেলে মাত্র ৮ রান করে আউট হন। অ্যাডাম জ্যাম্পার বলে, স্ট্যাম্প আউট হন রেড্ডি। যদিও পার্থে প্রথম ম্যাচে ওডিআই ক্যাপ দেওয়ার পর বড় আশার কথা শুনিয়েছিলেন রোহিত শর্মা।

রেড্ডিরেড্ডি
Aajtak Bangla
  • অ্যাডিলেড,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 1:07 PM IST

আবার ব্যর্থ নীতিশ কুমার রেড্ডি। রবিবার পার্থে প্রথম একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ভারতের এই অলরাউন্ডার। সেই ম্যাচে ১৯ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ১০ বল খেলে মাত্র ৮ রান করে আউট হন। অ্যাডাম জ্যাম্পার বলে, স্ট্যাম্প আউট হন রেড্ডি। যদিও পার্থে প্রথম ম্যাচে ওডিআই ক্যাপ দেওয়ার পর বড় আশার কথা শুনিয়েছিলেন রোহিত শর্মা। 

কেরিয়ারে ৯টি টেস্টে নীতীশ ৩৮৬ রান করেছেন। উইকেট সংখ্যা ৮। টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে রান ৯০। উইকেট ৩টি। ওয়ানডেতে একমাত্র ম্যাচে করেছেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে করেছেন ৮ রান। তবে দুই ম্যাচের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। প্রথম ম্যাচে ভারতীয় দলকে রীতিমত ধুঁকতে দেখা গিয়েছে। দ্বিতীয় ম্যাচেও ভারতের শুরুটা ভাল হয়নি। তবে, রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের ব্যাটে ভারত প্রাথমিক ধাক্কা সামলে নেয়। 

টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ভারতের শুরুটা ছিল খুবই খারাপ। মাত্র ১৭ রানে তারা প্রথম ধাক্কা খায়। ক্যাপ্টেন শুভমন ৯ রান করে ফাস্ট বোলার জেভিয়ের বার্টলেটের বলে আউট হন। এরপর বার্টলেট একই ওভারে বিরাট কোহলিকে আউট করেন। টানা দ্বিতীয় ম্যাচে কোহলি নিজের খাতা খুলতে ব্যর্থ হন। সেখান থেকে, রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার ১১৮ রানের জুটি গড়ে ভারতকে স্থিতিশীল করেন।

রোহিত শর্মা ৭৪ বলে হাফসেঞ্চুরি করেন। ২০১৫ সালের পর এটি ছিল ওয়ানডেতে তার সবচেয়ে ধীরতম অর্ধশতক। এটি ছিল রোহিতের ওয়ানডেতে ৫৯তম অর্ধশতক। এদিকে, শ্রেয়স আইয়ার ৬৭ বলে তার অর্ধশতক পূর্ণ করেন। মিচেল স্টার্ক এই জুটি ভেঙে দেন, যিনি জোশ হ্যাজেলউডের হাতে রোহিতকে আউট করেন। রোহিত ৯৭ বলে ৭৩ রান করেন, ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে। রোহিতের আউট হওয়ার পরপরই শ্রেয়সও বিদায় নেন। শ্রেয়স ৭৭ বলে ৭টি চারের সাহায্যে ৬১ রানের অবদান রাখেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement