Advertisement

India Vs Australia Rahul Jaiswal Bumrah: বুমরার পঞ্চবাণের পর দেওয়াল খাড়া করলেন রাহুল-যশস্বী, দ্বিতীয় দিনেই হতোদ্যম অজিরা

India Vs Australia: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে লজ্জাজনক হারের পর টিম ইন্ডিয়াকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে ব্যাটারদের সমালোচনার মুখে পড়তে হয়। টপ অর্ডারের ব্যাটাররা কেন পারফর্ম করতে পারছে না সেই প্রশ্ন তোলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সময় বদলাচ্ছে ভারতীয় ব্যাটারদের, পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের পথে টিম ইন্ডিয়া  সময় বদলাচ্ছে ভারতীয় ব্যাটারদের, পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের পথে টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • পার্থ,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 6:02 PM IST

India Vs Australia Rahul Jaiswal Bumrah: মাত্র ২৪ ঘন্টা তার মধ্যেই আমূল বদলে গেল ম্যাচের পরিস্থিতি। প্রথম দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল। ব্যস ওই পর্যন্তই। তারপরেই বমরা এন্ড কোম্পানির দাপটে মাত্র ১০৫ রানে অস্ট্রেলিয়া কে পাল্টা গুটিয়ে দিয়ে ভারত বার্তা পৌঁছে দিয়েছিল আশঙ্কা ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভারত কতখানি প্রতিরোধ গড়ে তুলতে পারবে। লিড বাড়বে কিনা সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথম ইনিংসের চেয়ে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ফেললেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল।

দ্বিতীয় ইনিংসে ভারত দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ১৭২ রান করে ফেলেছে। লিড এখনই ২১৮ রানের। আরও শ'খানেক রানের লিড নিতে পারলে প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে হারানো স্বপ্ন দেখতে পারে ভারত। যদিও এখন থেকেই স্বপ্নের বুনন শুরু হয়ে গিয়েছে। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল ৯০ রানে অপরাজিত এবং কেএল রাহুল ৬২ রানে অপরাজিত। জয়সওয়াল এবং রাহুল দ্বিতীয় ইনিংসে ২০ বছর পর ওপেনিং পার্টনারশিপে রেকর্ড তৈরি করলেন। রাহুল যশস্বী অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের সেঞ্চুরি পার্টনারশিপ করে ২০ বছর আগে ২০০৪ সালে বীরেন্দ্র শেহবাগ এবং আকাশ চোপড়ার ১৩৩ রানের পার্টনারশিপকে পিছনে ফেলে অনেক এগিয়ে গেলেন।

অস্ট্রেলিয়ার সমস্ত বোলার ব্যবহার করেও ওপেনিং দুটি ভাঙতে না পারায় শেষমেশ পার্টটাইম বোলারদের কাজে লাগিয়েও মনসংযোগের চির ধরাতে পারেননি ভারতের দুই প্রারম্ভিক ব্যাটারকে। গতকাল অস্ট্রেলিয়ার ৬৭ রানে সাত উইকেটের ইনিংস এদিন সকালে ১০৪ রানে গুটিয়ে যায়। ভারত প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায়। সব মিলিয়ে পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম দিন ১৭ উইকেট পড়ার পর দ্বিতীয় দিন উইকেট পড়ল মাত্র ৩টি। তাও ক্যাঙারুবাহিনীর টেল এন্ডারদের। প্রথম দিনের মত আচমকা লাফিয়ে ওঠা বল এ দিন দেখা যায়নি। যার ফলে ভোঁতা দেখিয়েছে হ্যাজেলউড স্টার্ক কামিংস।

Advertisement

আরও পড়ুন

জাসপ্রীত বুমরা নিজের অধিনায়কত্বে খেলতে নেমেই ৫ উইকেট দখল করে অস্ট্রেলিয়ার শিরদাঁড়া ভেঙে দেওয়ার মূল কারিগর। সঙ্গে যোগ্য সহায়তা করেন মহম্মদ সিরাজ ৩ টি এবং অভিষেককারী হর্ষিত রানা ২টি উইকেট নিয়ে। যতটা সম্ভব লিড বাড়িয়ে নিয়ে অস্ট্রেলিয়াকে তার মধ্যে গুটিয়ে দেওয়ার। হাতে এখনও গোটা ৩ দিন। সুতরাং তাড়াহুড়োর কোনও ব্যাপার ভারতীয় ব্যাটারদের নেই। কাল সারাদিন যদি এই লয়ে খেলতে পারে ভারত, তাহলে ৫০০ রানের লিড অসম্ভব দেখাচ্ছে না। যদিও সবটাই নির্ভর করবে কাল ভারতীয় ব্যাটাররা কেমন খেলে তার উপর। লিড শনিবার খেলা শেষ হওয়া পর্যন্ত ২১৮ রানের।

Read more!
Advertisement
Advertisement