Advertisement

India vs Australia Rohit Sharma: চেনা পিচে খেলায় অ্য়াডভান্টেজ? সেমিফাইনালের আগে প্রশ্ন শুনে চটলেন রোহিত, বললেন...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মঙ্গলবার, ৪ মার্চ, দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দিলেন, দুবাইতে সব ম্যাচ খেলে যে ভারত অনায্য সুবিধা পাচ্ছে, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Aajtak Bangla
  • দুবাই,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 7:34 PM IST

India vs Australia Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মঙ্গলবার, ৪ মার্চ, দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দিলেন, দুবাইতে সব ম্যাচ খেলে যে ভারত অনায্য সুবিধা পাচ্ছে, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

রোহিতের সাফ কথা, ‘এটা আমাদের হোম গ্রাউন্ড নয়, এটা দুবাই। আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলিনি। প্রতিটি ম্যাচেই পিচে আলাদা আলাদা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি।’ পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অনেক প্রাক্তন ক্রিকেটার এই অভিযোগও তুলেছিলেন যে, ভারত সব ম্যাচ এক মাঠে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে। এই বিষয়ে রোহিত জানালেন, প্রতিটি ম্যাচেই পিচের ক্যারাক্টার আলাদা। ফলে সেই মতো অ্যাডজাস্ট করতে হচ্ছে তাঁদের। ফলে চেনা পিচে রোজ খেলার অভিযোগ ভিত্তিহীন। 

সেমিফাইনালে কোন পিচে ম্যাচ হবে, তাই নিয়েও রোহিত জানালেন, এখনই কিছু বলা সম্ভব নয়। তাঁর কথায়, ‘এখানে চার-পাঁচটা পিচ ব্যবহার করা হচ্ছে। আমরা জানি না সেমিফাইনালে কোন পিচে ম্যাচ হবে। কিন্তু যেটাই হোক, আমাদের সেই মতো মানিয়ে-গুছিয়ে খেলতে হবে।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচের উদাহরণও দেন রোহিত। যুক্তি দিয়ে বলেন, ‘শেষ ম্যাচে বল সুইং করছিল। এটা কিন্তু প্রথম দু’ম্যাচে ছিল না। ঠিকমতো স্পিনও হচ্ছিল না। তাই প্রতিটি পিচেই আলাদা আলাদা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। পরের ম্যাচে পিচের আচরণ কেমন হবে তা আমরা আগে থেকে জানতে পারি না।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে কি আপনারা কিছুটা চাপে আছেন? প্রশ্ন শুনে রোহিত বললেন, ‘চাপ দুই দলেরই সমান। অস্ট্রেলিয়া দুর্দান্ত টিম। ওরা কেমন খেলে সেটা আমরা ভাল করেই জানি। তবে শেষ তিনটি ম্যাচে আমরা ঠিক যেভাবে খেলেছি, সেই মনোভাবটাই ধরে রাখতে হবে।’

রোহিত শর্মার মতে, সেমিফাইনালের ম্যাচ সবসময়েই বেশ চ্যালেঞ্জিং। তবে ভারত সেই চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানালেন তিনি। 

Read more!
Advertisement
Advertisement