Advertisement

India vs Australia Steve Smith Out: আকাশদীপের বলে আউট হয়ে অবাক স্মিথ, প্লেড অন না বোল্ড?

দারুণ ছন্দে ছিলেন। তবে যেভাবে আউট হলেন স্টিভ স্মিথ (steve smith) তাতে বলেই হয় দুর্ভাগ্য। ১৫০ রানের মাইল স্টোন ছোঁয়ার আগেই ফিরতে হল অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন ক্যাপ্টেনকে। যা দেখে অবাক ধারাভাষ্যকাররাও। সধারণভাবে প্লেড অন হতে অনেক সময়ই দেখা যায় ব্যাটারদের। তবে এভাবে আউট হওয়ার নজির খুব বেশি নেই। 

স্টিভ স্মিথ (গেটি)স্টিভ স্মিথ (গেটি)
Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 12:30 PM IST

দারুণ ছন্দে ছিলেন। তবে যেভাবে আউট হলেন স্টিভ স্মিথ (steve smith) তাতে বলেই হয় দুর্ভাগ্য। ১৫০ রানের মাইল স্টোন ছোঁয়ার আগেই ফিরতে হল অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন ক্যাপ্টেনকে। যা দেখে অবাক ধারাভাষ্যকাররাও। সধারণভাবে প্লেড অন হতে অনেক সময়ই দেখা যায় ব্যাটারদের। তবে এভাবে আউট হওয়ার নজির খুব বেশি নেই। 

কীভাবে আউট হন স্মিথ?
আকাশদীপের বলে বোল্ড হন স্মিথ। বল, বড় শট খেলতে যাওয়া স্মিথের ব্যাটে লাগার পর প্যাডে লেগে ড্রপ খেতে খেতে বল উইকেটে গিয়ে লাগে। একদিকের বেল পড়ে যায়। স্মিথের কাছে সুযোগ ছিল বলকে আটকানোর। কিন্তু তিনি দাঁড়িয়েই থাকেন। ১৪০ রান করে শেষ হয় তাঁর ইনিংস। উইকেট পান আকাশ। 

৪৭৪ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস
লাঞ্চের পর ভারতকে প্রথম ব্রেক থ্রু দেন রবীন্দ্র জাডেজা। মিচেল স্টার্ককে বোল্ড করেন। পরের ওভারের প্রথম ডেলিভারিতেই আউট স্টিভ স্মিথও। কিন্তু লাঞ্চের পরও আধঘণ্টার বেশি সময় লাগল বাকি তিন উইকেট নিতে। সবচেয়ে অস্বস্তির শেষ উইকেটে লিয়ঁ-বোল্যান্ড দীর্ঘ সময় ব্যাট করলেন। অবশেষে জসপ্রীত বুমরা লেগ বিফোর করেন নাথান লিয়ঁকে। সকলে মাঠ ছাড়ার আগে অবশ্য রিভিউ নেন লিয়ঁ। জসপ্রীত সিগন্যাল দেখান আউট। রিভিউতে দেখা যায় উইকেট আম্পায়ার্স কল! নয়তো আবার ফিল্ডিং শুরু করতে হত। ৪৭৪ রানে প্রথম ইনিংস শেষ অস্ট্রেলিয়ার। বুমরা চার উইকেট, জাডেজা তিন। আকাশ দীপ দুটি উইকেট নেন। একটি সুন্দরের ঝুলিতে।

ফের ব্যর্থ রোহিত শর্মা
ওপেন করতে নেমে ব্যর্থ হন রোহিত শর্মা। ৩ রান করে কামিন্সের বলে ফেরেন ভারত অধিনায়ক। কিছুটা প্রতিরোধ গড়লেও চা পানের বিরতির আগে শেষ বলে আউট হন কেএল রাহুলও। তবে ভারতের ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও আরেক ওপেনার জয়সওয়াল। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ৮২ রান করে রান আউট হন জয়সওয়াল। 

Read more!
Advertisement
Advertisement