Advertisement

Sunil Gavaskar on Rohit Sharma: রোহিত-বিরাটকে টেস্টে আর দেখা যাবে? কোহলির অবসর নিয়ে বড় বক্তব্য গাভাস্কারের

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে ফের ব্যর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট এই সিরিজে একটা দারুণ সেঞ্চুরি পেয়েছেন। তবে রোহিত হাফ সেঞ্চুরিও পাননি। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া ১৮৪ রানে জিতেছে। সিরিজে ২-১ ব্যবধানে এ গিয়ে আছে অস্ট্রেলিয়া। ব্যর্থতার দায় নিয়ে কি অবসর নিয়ে নেবেন দুই তারকা? তা নিয়ে জল্পনার মাঝে মুখ খুলেছেন রোহিত।

Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 30 Dec 2024,
  • अपडेटेड 10:10 PM IST

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে ফের ব্যর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট এই সিরিজে একটা দারুণ সেঞ্চুরি পেয়েছেন। তবে রোহিত হাফ সেঞ্চুরিও পাননি। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া ১৮৪ রানে জিতেছে। সিরিজে ২-১ ব্যবধানে এ গিয়ে আছে অস্ট্রেলিয়া। ব্যর্থতার দায় নিয়ে কি অবসর নিয়ে নেবেন দুই তারকা? তা নিয়ে জল্পনার মাঝে মুখ খুলেছেন রোহিত।

রোহিত ও কোহলির অবসর নিয়ে বড় বিবৃতি দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারও। গাভাস্কার বলেছিলেন যে এই সিরিজের পরে তিনি রোহিতকে টেস্ট ক্রিকেটে দেখছেন না। তিনি বলেন, 'এরপর অ্যাডিলেড এবং ব্রিসবেনে যখন পরিস্থিতি ভিন্ন (কঠিন) ছিল, সেখানে যে রান করা উচিত ছিল তা দুই ব্যাটসম্যানই করেননি। সে আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড়, তার ওপর অনেক কিছু নির্ভর করছে এবং তার সঙ্গে এমনটা হয়নি। গাভাস্কার আরও বলেছেন, 'যশস্বী জয়সওয়ালও অ্যাডিলেড এবং ব্রিসবেনের প্রথম দিকে আউট হয়েছিলেন। এ কারণে অন্য ব্যাটসম্যানদের ও পরও অনেক চাপ ছিল, যা তারা সইতে পারেনি।'

রোহিতের শেষ পরীক্ষা হতে পারে সিডনিতে 
সিডনি টেস্টই কি রোহিতের শেষ টেস্ট হতে পারে? এ নিয়ে গাভাস্কার বলেন, 'যদি রান না হয় তাহলে অবশ্যই হতে পারে। কারণ এই পরাজয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। তিনি বলেন, 'যেহেতু ডব্লিউটিসির পরবর্তী মরসুম (২০২৫-২৭) জুনে ইংল্যান্ড সফর দিয়ে শুরু হবে। ফলে পরের সার্কেলের জন্য নতুন মুখ বাছা হতে পারে। আপনি শুধুমাত্র তাদেরই নিতে চান যারা ২০২৭ সালের ফাইনাল অবধি খেলতে পারবেন। গাভাস্কার বলেছিলেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি তাদের ফর্ম বা কৌশল সংশোধন না করেন তবে তাদের নিয়ে কথা উঠবেই। দুজনেই (রোহিত-কোহলি) যেভাবে আউট হচ্ছে তাতে মনে হচ্ছে অন্য কোনো সমস্যা আছে, তাই দেখতে হবে।'

Advertisement

এই সিরিজে কোহলি-রোহিতের অবস্থা খারাপ। সিরিজের প্রথম ৪টি টেস্ট ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৫৯ রান করেছেন যশস্বী জয়সওয়াল। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কোহলি, যিনি ৭ ইনিংসে ১৬৭ রান করেছেন। এই সিরিজে একটি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে ক্যাপ্টেন রোহিতের অবস্থা খুবই খারাপ। অধিনায়ক রোহিত এখনও পর্যন্ত ৩ টেস্ট ম্যাচের ৫ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন। গড় মাত্র ৬.২০। যা খুবই খারাপ। রোহিতের চেয়ে বেশি রান করেছেন ফাস্ট বোলার আকাশ দীপ। আকাশও ৩ ইনিংসে ৩৮ রান করেছেন।

Read more!
Advertisement
Advertisement