India vs Australia Sydney Test: ভারতীয় দলের চূড়ান্ত ব্যর্থতায় বেশ চাপে হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রশ্ন উঠছে, খোদ অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) টিমে থাকা নিয়েও। এহেন পরিস্থিতিতে বৃষ্টির জেরে সিডনি টেস্ট ভেস্তে যাওয়ারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সিডনি টেস্টের আগে সাংবাদিক সম্মেলন যেন সব বিতর্ককেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। রোহিত শর্মা সিডনি টেস্টে দলে থাকবেন কিনা, তা নিয়েও মুখে কুলুপ হেডকোচের। ড্রেসিং রুমে ধম নিয়েও গম্ভীরের কথায়, 'ড্রেসিং রুমে প্লেয়ারদের সঙ্গে কোচের বিতর্ক ড্রেসিং রুমেই সীমাবদ্ধ থাকা উচিত।'
সিডনি টেস্টে রোহিত শর্মা বাদ?
সিডনি টেস্টের আগে রোহিতকে অনুশীলন করতে দেখা গিয়েছে। ওয়ার্ম আপ, শ্যাডো প্র্যাক্টিস, দলের সঙ্গে ফুটবল খেলেছেন। সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে জিগ্গেস করা হয়, পঞ্চম টেস্টে কি রোহিত শর্মা খেলবেন? ধরি মাছ না ছুঁই পানী উত্তর দিলেন গম্ভীর। তাঁর বক্তব্য, প্লেয়িং ইলেভেন এখনও ফাইনাল করা হয়নি। পিচের অবস্থা দেখে প্লেয়িং ইলেভেন ঠিক করা হবে। যার নির্যাস, রোহিত পঞ্চম টেস্টে প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্নটা রয়েই গেল।
'ড্রেসিং রুমে সততা খুব গুরুত্বপূর্ণ'
টিম যে জোটবদ্ধ রয়েছে, তা বোঝাতে দলের হেডকোচ বললেন, 'সব কিছু ঠিক আছে। আমরা পিচ দেখে আগামিকালই প্লেয়িং ইলেভেন নিয়ে সিদ্ধান্ত নেব। ড্রেসিং রুমে সততা খুব গুরুত্বপূর্ণ। দলই সব। এটি টিম গেম। যা কিছু রটছে, সবই রিপোর্ট, কোনওটিই সত্যি নয়। ড্রেসিং রুমে প্লেয়ার ও কোচের আলোচনা ড্রেসিং রুমেই সীমাবদ্ধ থাকা উচিত।'
ড্রেসিং রুমে গম্ভীরের ধমক ভাইরাল
জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর মেলবোর্ন টেস্টে হারের পর ড্রেসিংরুমেই ক্রিকেটারদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন গম্ভীর। দলের সদস্যদের সঙ্গে আলোচনায় আলাদা করে কারও নাম উল্লেখ করেননি কোচ। ওই বৈঠকে ছিলেন দুই সিনিয়র রোহিত শর্মা এবং বিরাট কোহলিও। গম্ভীর বলেন,'আপনারা কি জেগে আছেন? এত দিন কিছুই বলিনি, এর মানে এই নয় যে যা খুশি করা যাবেন! নিজের স্বাভাবিক খেলার নাম করে অনেকে ইচ্ছামতো ব্যাট করছেন, পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টাই করছেন না।'
অস্ট্রেলিয়ায় বিস্ময়কর সব সিদ্ধান্ত
বস্তুত, অস্ট্রেলিয়া সিরিজে টিম নির্বাচনে বেশ কিছু বিস্ময়কর সিদ্ধান্ত দেখা গিয়েছে। পারথে প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে নেওয়া হল ওয়াশিংটন সুন্দরকে। পরের টেস্টে অশ্বিনের জায়গায় খেললেন ওয়াশিংটন। আবার ব্রিসবেনে ওয়াশিংটনের বদলে খেললেন রবীন্দ্র জাডেজা। ফাস্ট বোলার হর্ষিত রানা পারথ টেস্টে ডেবিউ করলেন, তারপর অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে পারফর্ম্যান্স দেখে বেঞ্চে বসিয়ে দেওয়া হল।
মেলবোর্নেও চলেছে পরীক্ষানিরিক্ষা। নিতিশ রানা, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর, তিন অল-রাউন্ডার নামলেন, শুভমন গিলকে বসিয়ে দেওয়া হল। রোহিত শর্মার ওপেন করার কথা ছিল, সেই জায়গায় কেএল রাহুল ওপেন করলেন। রোহিত নামলেন ৩ নম্বরে।