Advertisement

India vs Australia: ধসে যাওয়া টিম ইন্ডিয়ার মান বাঁচালেন অভিষেক, অস্ট্রেলিয়ার সামনে কত রানের টার্গেট?

অবস্থা এতটাই শোচনীয় হয় যে, ভারত ১০০ রান টপকাতে পারবে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। অক্ষর প্যাটেল ৭ রানেই রান আউট হওয়ার পরে ভারতের ঘুরে দাঁড়ানোর কোনও আশাই দেখা যাচ্ছিল না।

অভিষেক শর্মার অর্ধশতরান - বিসিসিআইঅভিষেক শর্মার অর্ধশতরান - বিসিসিআই
Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 4:15 PM IST
  • ভারত ১০০ রান টপকাতে পারবে কিনা, সংশয় তৈরি হয়
  • হাল ধরেন অভিষেক শর্মা ও হর্ষিত রানা
  • ভারতীয় দল কেমন?

ভারত ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের T20 সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের ১২৬ রানের টার্গেট দিল ভারত। আজ অর্থাত্‍ শুক্রবার মেলবোর্নে ভারতকে কার্যত একাই টেনে নিয়ে গেলেন অভিষেক শর্মা। তাঁর ৬৮ রানের দুর্দান্ত ইনিংয়ের সাহায্যেই ভারত সম্মানজনক স্কোরে পৌঁছল।

এই সিরিজের প্রথম ম্যাচটি ক্যানবেরাতে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আজ টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরু থেকেই ভারতীয় দল একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। শুভমন গিল ৫ রান করেই এলবিডব্লু হয়ে আউট। এরপর সঞ্জু স্যামসনও আউট হয়ে যান ২ উইকেটে। টিকতে পারেনি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। সূর্যকুমার ১ রান ও তিলক শর্মা শূন্য করে প্যাভিলিয়নে ফিরে যান। 

ভারত ১০০ রান টপকাতে পারবে কিনা, সংশয় তৈরি হয়

আরও পড়ুন

অবস্থা এতটাই শোচনীয় হয় যে, ভারত ১০০ রান টপকাতে পারবে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। অক্ষর প্যাটেল ৭ রানেই রান আউট হওয়ার পরে ভারতের ঘুরে দাঁড়ানোর কোনও আশাই দেখা যাচ্ছিল না।

হাল ধরেন অভিষেক শর্মা ও হর্ষিত রানা

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ভারত। তখন হাল ধরেন অভিষেক শর্মা ও হর্ষিত রানা। দুজনে ৫৬ রানের পার্টনারশিপ ভারতকে খেলায় ফেরায়। অভিষেক ৭টি চার ও একটি ছক্কা মেরে ২৩ বলে অর্ধশতরান করলেন। কিন্তু হর্ষিতের আউটে ফের আশঙ্কা তৈরি হয়। ৩টি চার ও একটি ছয় মেরে হর্ষিত ৩৩ বলে ৩৫ রান করলেন।  হর্ষিতের আউটের পরে শিবম দুবে ৪ রান ও কুলদীপ যাদব শূন্য রানেই আউট হলেন। 

ভারতীয় দল কেমন?

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ। ওপেনিংয়ে থাকবেন ট্র্যাভিস হেড, সঙ্গে মিডল অর্ডারে মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, জোশ ইঙ্গলিস ও মিচেল ওয়েন। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জোশ হ্যাজেলউড, সঙ্গে জেভিয়ার বার্টলেট।

Advertisement

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ট্র্যাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), জোশ ইঙ্গলিস (উইকেটকিপার), মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, মিচেল ওয়েন, জোশ ফিলিপ, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট, ম্যাথিউ কুনেম্যান ও জোশ হ্যাজেলউড।

এখন পর্যন্ত দুই দলের মধ্যে ৩৩টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ২০টি, অস্ট্রেলিয়া জিতেছে ১১টি, আর ২টি ম্যাচ ফলাফলহীন। অর্থাৎ টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রেকর্ড যথেষ্ট শক্তিশালী।

Read more!
Advertisement
Advertisement