মেলবোর্নে বিতর্ক থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। তবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজে এটাই প্রথম নয়। পারথ টেস্টেও কেএল রাহুলের (KL Rahul) আউট নিয়ে বিতর্ক ছিল। সেক্ষেত্রে স্নিকো মিটারকে বিশ্বাস করেছিলেন থার্ড আম্পায়ার। আর এবার সেই স্নিকোকেই বিশ্বাস করতে পারলেন না বাংলাদেশি আম্পায়ার? যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) আউটের সিদ্ধান্তে সেই কারণেই শুরু হয়েছে বিতর্ক।
শেষ ইনিংসে ভারতীয় দলের (Team India) সামনে জয়ের জন্য ৩৪০ রানের টার্গেট ছিল। লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের দুর্দান্ত ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বড় ইনিংস খেলে সফল হন যশস্বী। ২০৮ বল খেলে, যশস্বী ৮৪ রান করেন, যার মধ্যে ছিল চারটে চার। প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ আউট হন যশস্বী। যাইহোক, যশস্বী যেভাবে আউট হয়েছেন তা কিছুটা দুর্ভাগ্যজনক ছিল। মাঠের আম্পায়ার যশস্বীকে আউট দেননি। কিন্তু অস্ট্রেলিয়া দল ডিআরএস নেওয়ার পর তৃতীয় আম্পায়ার শরাফুদ্দৌলা (বাংলাদেশ) সিদ্ধান্ত উল্টে দেন।
রিপ্লেতে আরটিএস-এ কোনো স্পাইক দেখা যায়নি, কিন্তু বল লাইন বদল করায় আম্পায়ার শরাফুদ্দৌলা সিদ্ধান্তটি বাতিল করে দেন। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় আম্পায়ার যখন পুরোপুরি নিশ্চিত ছিলেন না, তখন তার উচিত ছিল অনফিল্ড আম্পায়ারের সঙ্গে যাওয়া। আম্পায়ারের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল সুনীল গাভাস্কারকে। তিনি বলেন, যদি প্রযুক্তি ব্যবহার করতেই হয় তাহলে কেন এমন সিদ্ধান্ত দেওয়া হয়।
ভারতীয় ইনিংসের ৭২তম ওভারের পঞ্চম বলে পুরো বিশৃঙ্খলা ঘটে। প্যাট কামিন্স সেইবল লেগ স্টাম্পের চারপাশে বোল্ড করেন। জয়সওয়াল এর ফাঁদে পড়ে টানার চেষ্টা করে। কিন্তু বল চলে যায় ক্যারির কাছে, যিনি ডাইভ করে বল ক্যাচ করেন। কামিন্স নিশ্চিত ছিলেন যে জয়সওয়াল আউট হয়েছেন, তাই তিনি ডিআরএস নিয়েছিলেন। যশস্বী সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি আউট নন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পর তাকে মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক করতেও দেখা যায়।
এমসিজি টেস্টে অস্ট্রেলিয়ার প্লেয়িং একাদশ: উসমান খজা, স্যাম কনস্ট্যানস, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
MCG টেস্টে ভারতের প্লেয়িং-11: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেডিড, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ এবং মহম্মদ জয়সওয়াল