Advertisement

India vs Bangladesh: আজ বিশ্বকাপে মুখোমুখি ভারত-বাংলাদেশ, কখন-কীভাবে দেখবেন ম্যাচ?

আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাড়তে থাকা সমস্যার মধ্যে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারত। প্রসঙ্গত ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় লড়াইয়ে বিরাট তফাৎ থাকলেও, গত কয়েক বছর ধরে তা বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে।

ভারত ও বাংলাদেশভারত ও বাংলাদেশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 11:11 AM IST

আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাড়তে থাকা সমস্যার মধ্যে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারত। প্রসঙ্গত ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় লড়াইয়ে বিরাট তফাৎ থাকলেও, গত কয়েক বছর ধরে তা বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও আমেরিকার বিরুদ্ধে।

এর মধ্যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক সেই আগুনে অনেকটাই ঘি ঢেলে দিয়েছে। এবারের আইপিএল-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ফিজকে কিনেছিল। তবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ নেমে আসতে থাকায়, মুস্তাফিজুরকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফলে হঠাৎ শুরু হয় সমস্যা। বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে একেবারেই ভালভাবে নেয়নি বাংলাদেশের ক্রিকেট নিয়মাক সংস্থা। টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে না আসার হুমকি দিয়েছে তারা। তবে শেষ অবধি পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার। শোনা যাচ্ছে দুই একদিনের মধ্যে আইসিসি-র প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন বিসিবি কর্তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। যদিও আইসিসি-র পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানা যায়নি।  

কখন কীভাবে দেখবেন ম্যাচ?
শনিবার জিম্বাবোয়ের কুইনস স্পোর্টস ক্লাবে দুপুর একটা থেকে শুরু হবে এই ম্যাচ। সাড়ে বারোটার সময় হবে টস। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। পাশাপশি জিও হটস্টারেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্যাচ।   

যুব বিশ্বকাপে এর আগেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছিল এই দুই দলের মধ্যে। ২০২০ সালে বাংলাদেশ বিশ্বকাপ জিতলেও, পরে আর সেই ফর্ম ধরে রাখতে পারেনি বাংলাদেশের যুব দল।

চার গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সুপার সিক্সে উঠলে ১ নম্বর গ্রুপে পড়বে বাংলাদেশ। যেখানে থাকবে ‘সি’ গ্রুপের তিনটি দল।         
  

Advertisement

Read more!
Advertisement
Advertisement