আইসিসি ম্যাচ ছাড়া পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলে না ভারত। এবার বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক কি সেই পথেই এগোচ্ছে? শোনা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে আসন্ন ৬ ম্যাচের সাদা বলের সিরিজ ভেস্তে যেতে চলেছে। এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বোর্ডের শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিসিসিআই-কে বাংলাদেশ সফর বাতিল করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে ভারতীয় দলের সে দেশে যাওয়া একপ্রকার অনিশ্চিতই বলা চলে।
গতবছর অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চাপান-উতোর তুঙ্গে। সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাচন নিয়ে সরব হয়েছে ভারত সরকার। বাংলাদেশের নেতানেত্রীরাও নানা সময়ে ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন। গত ১৭ বাংলাদেশ পণ্যের জন্য ভারতের সড়ক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। ডায়রেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (DGFT) নির্দেশিকা বলছে, উত্তর-পূর্ব ভারতের চেক পোস্ট দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক পরিবহণের অনুমতি দেওয়া হবে না।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অস্থির। কূটনৈতিক সম্পর্কও তলানিতে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে সফর না করার জন্য বিসিসিআই-কে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলে রাখি, এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
বাংলাদেশে ৩টি একদিনের ম্যাচের সিরিজ এবং ৩টি টি২০ সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। বর্তমানে ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছেন শুভমন গিলরা। অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই দীর্ঘ সিরিজ। তারপর ১৭ অগাস্ট থেকে বাংলাদেশে খেলার কথা ভারতীয় দলের।