Advertisement

India vs Bangladesh U19 Women Asia Cup Final: ছেলেদের বদলা নিল মেয়েরা, এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া

ছেলেদের বদলা নিল মেয়েরা। বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বড় জয় পেল ভারতের মেয়েরা। কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ছেলেদের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। রবিবার ২২ ডিসেম্বর কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়েছে ভারত। ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলের কাছে জয়ের জন্য ১১৮ রানের টার্গেট ছিল, যা সফলভাবে তাড়া করতে পারেনি তারা। 

IND vs BAN
Aajtak Bangla
  • কুয়ালালামপুর,
  • 22 Dec 2024,
  • अपडेटेड 12:22 PM IST

ছেলেদের বদলা নিল মেয়েরা। বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বড় জয় পেল ভারতের মেয়েরা। কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ছেলেদের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। রবিবার ২২ ডিসেম্বর কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়েছে ভারত। ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলের কাছে জয়ের জন্য ১১৮ রানের টার্গেট ছিল, যা সফলভাবে তাড়া করতে পারেনি তারা। 

বাংলাদেশ দল বিপর্যস্ত হয়ে পড়ে মাত্র ৭৬ রানে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এমন পরিস্থিতিতে শিরোপা জিতে ঐতিহাসিক জয় অর্জন করল ভারতীয় দল। ব্যাট হাতে দারুণ খেলেন ত্রিশা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৭ উইকেটে ১১৭ রান করে। ভারতের হয়ে ওপেনার গোঙ্গাদি ত্রিশা ৪৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। মিথিলা বিনোদ ১৭ রান, অধিনায়ক নিকি প্রসাদ ১২ রান এবং আয়ুশি শুক্লা ১০ রান। বাংলাদেশের পক্ষে চার উইকেট নেন ফারজানা ইসমিন। যেখানে নিশিতা আক্তার ও নিশি দু'টি এবং হাবিবা ইসলাম একটি সাফল্য পেয়েছেন।

জবাবে বাংলাদেশ দল ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায়। উইকেটরক্ষক জুয়ারিয়া ফিরদৌস ৩০ বলে সর্বোচ্চ ২২ রান করেন, যার মধ্যে তিনটি চার ছিল। যেখানে ওপেনার ফাহোমিদা চোয়া ১৮ রান করেন। এই দু'জন ছাড়া বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ভারতীয় দলের হয়ে বাঁহাতি স্পিনার আয়ুশি শুক্লা নিয়েছেন তিন উইকেট। স্পিন বোলার সোনম যাদব এবং পারুনিকা সিসোদিয়াও দুটি করে সাফল্য পেয়েছেন। ভিজে যোশিতাও পেয়েছেন এ কটি উইকেট।

ভারতীয় দলের প্লেয়িং-১১: গোঙ্গাদি ত্রিশা, কমলিনী (উইকেটরক্ষক), সনিকা চালকে, নিক্কি প্রসাদ (অধিনায়ক), ঈশ্বরী আভাসারে, মিথিলা বিনোদ, আয়ুষী শুক্লা, ভিজে জোশিতা, শবনম শাকিল, সোনম যাদব, পারুনিকা সিসোদিয়া। 

Advertisement

বাংলাদেশের প্লেয়িং-১১: ফাহোমিদা ছোয়া, মোসাম্মৎ ইভা, সুমাইয়া আক্তার, জুয়ারিয়া ফিরদৌস (উইকেটরক্ষক), সুমাইয়া আক্তার (অধিনায়ক), সাদিয়া আক্তার জান্নাতুল মৌয়া, হাবিবা ইসলাম, ফারজানা ইসমিন, নিশিতা আক্তার নিশি, আনিসা আক্তার সোমা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement