Advertisement

India vs England 1st ODI: প্রথম ম্যাচেই দুরন্ত হর্ষিত, ভারতের সামনে ২৪৯ রানের টার্গেট দিল ইংল্যান্ড

ভারত-ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে ভারতের সামনে ২৪৯ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে আসা ইংল্যান্ড দলের শুরুটা ছিল ঝড়ো। মাত্র ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রানে পৌঁছে যায় তারা। তবে ভারতকে প্রথম সাফল্য এনে দেন শ্রেয়স আইয়ার। বল করে নয় ফিল্ডিং করে।  ষষ্ঠ ওভারে নীতীশ রানার বলে ফিল সল্ট ২৬ রান করেন। অন্য ওপেনার বেন ডাকেটও শামির বিপক্ষে কিছু দুর্দান্ত শট খেলেন। ৭৫ রানের স্কোরেই ভারত প্রথম সাফল্য পায়।

নাগপুরে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের হ্যারি ব্রুকের উইকেট নেওয়ার পর ভারতের হর্ষিত রানা (ডান) উদযাপন করছেননাগপুরে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের হ্যারি ব্রুকের উইকেট নেওয়ার পর ভারতের হর্ষিত রানা (ডান) উদযাপন করছেন
Aajtak Bangla
  • নাগপুর,
  • 06 Feb 2025,
  • अपडेटेड 5:27 PM IST

ভারত-ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে ভারতের সামনে ২৪৯ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে আসা ইংল্যান্ড দলের শুরুটা ছিল ঝড়ো। মাত্র ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রানে পৌঁছে যায় তারা। তবে ভারতকে প্রথম সাফল্য এনে দেন শ্রেয়স আইয়ার। বল করে নয় ফিল্ডিং করে।  ষষ্ঠ ওভারে নীতীশ রানার বলে ফিল সল্ট ২৬ রান করেন। অন্য ওপেনার বেন ডাকেটও শামির বিপক্ষে কিছু দুর্দান্ত শট খেলেন। ৭৫ রানের স্কোরেই ভারত প্রথম সাফল্য পায়। 

ফিল সল্ট আউট হন ডাকেটের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে। শ্রেয়স আইয়ারের থ্রোতে রান আউট হন। সল্ট ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন।

অভিষেক করে  উইকেট রানার

হর্ষিত রানা অন্য ওপেনার বেন ডাকেটকে প্যাভিলিয়নে পাঠান। ডাকেটের ক্যাচ নেন যশস্বী জয়সওয়াল। পেছন দিকে অনেকটা দৌড়ে  ক্যাচ ধরেন এই অভিষেককারীও। ডাকেট ২৯ বলে ৩২ রান করেন, যার মধ্যে ছয়টি চার ছিল। দশম ওভারের শেষ বলে উইকেটের পেছনে কেএল রাহুলের হাতে হ্যারি ব্রুকে ক্যাচ দেন। দ্বিতীয় উইকেট পেয়ে যান হর্ষিত। ইংল্যান্ড সেই সময় মাত্র ৮ বলে ৩ উইকেট হারিয়েছে। সেখান থেকে, জো রুট এবং জস বাটলার চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়েন।

এই জুটি ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। জাদেজা রুটকে (১৯ রান) এলবিডব্লিউ আউট করেন। রুট আউট হওয়ার পর, বাটলার এবং জ্যাকব বেথেল পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন। বাটলারকে আউট করে অক্ষর প্যাটেল এই জুটির ইতি টানেন। বাটলার ৬৭ বলে চারটি চারের সাহায্যে ৫২ রান করেন। এরপর হর্ষিত রানা লিয়াম লিভিংস্টোনকে (৫ রান) আউট করেন এবং মোহাম্মদ শামি ব্রাইডন কার্সকে (১০ রান) আউট করেন এবং ইংল্যান্ডের রান ৭ উইকেটে ২০৬ রানে পৌঁছায়।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সও য়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

Advertisement

ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

Read more!
Advertisement
Advertisement