Advertisement

India vs England 1st ODI: বাদ পন্ত-জাদেজা! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে ভারতের দল কেমন?

পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ডকে সহজেই হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এবার একদিনের সিরিজে ইংরেজদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন ভারতীয় দলের দুই তারকা ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। এখন প্রশ্ন হল জাদেজার জায়গায় স্পিনার খেলানোর সুযোগ আছে ভারতীয় দলের কাছে। তবে উইকেটকিপার ও ব্যাটার পান্তের বিকল্প কে?

কোহলি-রোহিত-শামিকোহলি-রোহিত-শামি
Aajtak Bangla
  • বিদর্ভ,
  • 04 Feb 2025,
  • अपडेटेड 4:47 PM IST

পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ডকে সহজেই হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এবার একদিনের সিরিজে ইংরেজদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন ভারতীয় দলের দুই তারকা ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। এখন প্রশ্ন হল জাদেজার জায়গায় স্পিনার খেলানোর সুযোগ আছে ভারতীয় দলের কাছে। তবে উইকেটকিপার ও ব্যাটার পান্তের বিকল্প কে?

দুই ক্রিকেটারের জায়গায় কে?
৬ ফেব্রুয়ারি প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে নাও থাকতে পারেন দুই তারকা পান্ত ও জাদেজা। মনে করা হচ্ছে, পান্তের জায়গায় কিপিং করতে পারেন কেএল রাহুল। সে ক্ষেত্রে আরও একজন অভিজ্ঞ ব্যাটারকে খেলাতে পারবে ভারতীয় দল। আর জাদেজার জায়গায় খেলানো হতে পারে অক্ষর প্যাটেলকে।   

ওপেনে রোহিতের সঙ্গে কে?
মনে করা হচ্ছে, ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামতে পারেন শুভমন গিল। এমনটা হলে, তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়াস আইয়ার আর পাঁচ নম্বরে খেলতে পারেন রাহুল। লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। স্পিন বিভাগে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব দায়িত্ব পেতে পারেন। ওয়াশিংটন সুন্দরের হাতেও বল তুলে দেওয়া হতে পারে। পেস বোলিংয়ের দায়িত্ব আর্শদীপ সিং এবং মহম্মদ শামির ভারতীয় দলের স্ট্রাইক বোলার হিসেবে খেলবেন।

রেকর্ড থেকে কিছুটা দূরে বিরাট
এই সিরিজে এক অনন্য রেকর্ড কায়েম করতে পারেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৯৫ ম্যাচে ২৮৩ ইনিংস খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩, ৯০৬ রান বেরিয়ে এসেছে। এই ফরম্যাটে বিরাট কোহলির ১৪ হাজার রান পূরণ করার জন্য আর ৯৪ রান করতে হবে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বিরাট কোহলি যদি আর ৯৪ রান করতে পারেন, তাহলে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ১৪ হাজার রানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। ওয়ানডে ক্রিকেটে সচিন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
   

Advertisement
Read more!
Advertisement
Advertisement