রঞ্জি ট্রফির পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেও রান পেলেন না রোহিত শর্মা। ৭ বলে ২ করে আউট ভারতীয় দলের ক্যাপ্টেন। জোফ্রা আর্চার, শাকিব মামুদদের বলে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত। বারবার আউট হওয়ার আশঙ্কায় বড় শট খেলছিলেন না রোহিত। তবে তাতেও ব্যর্থতা ঢাকল না।
যেভাবে আউট হলেন রোহিত
রোহিত, মামুদের বল ফ্লিক করতে গেলে পিচে পড়ে বলটা স্লো হয়ে যায়। বুঝেই উঠতে পারেননি ভারতীয় দলের ক্যাপ্টেন। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল আকাশের দিকে উঠে যায়। বল অনেকটা উঁচুতে উঠলেও, মিড উইকেটে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে বসেন। ইংল্যান্ড তারকা কোনও ভুল করেননি। এই ম্যাচে বিরাট কোহলি চোটের কারণে খেলতে না পারায় নাগপুরের মানুষের আশা বেড়ে গিয়েছিল, মাঠে বসে রোহিতের বড় রানের ইনিংস দেখার। তবে তা বৃহস্পতিবারও পূরণ হল না।
প্রথম ম্যাচ জিততে ২৪৯ রান করতে হবে ভারতকে
প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা ভাল করলেও, ফিল সল্ট (৪৩), ক্যাপ্টেন জস বাটলার (৫২), জেকব ব্রেথেলরা (৫১) রান করলেও, বড় রান পাননি কেউই। অভিষেক ম্যাচে নামা হর্ষিত রানা দারুণ বল করে ৩ উইকেট তুলে নেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজাও তুলে নেন তিন উইকেট।
সল্টকে দারুণ থ্রোতে রান আউট করে ভারতকে প্রথম উইকেট এনে দেন শ্রেয়াস আইয়ার। হর্ষিত রানা অন্য ওপেনার বেন ডাকেটকে প্যাভিলিয়নে পাঠান। ডাকেটের ক্যাচ নেন যশস্বী জয়সওয়াল। পেছন দিকে অনেকটা দৌড়ে ক্যাচ ধরেন এই অভিষেককারীও। ডাকেট ২৯ বলে ৩২ রান করেন, যার মধ্যে ছয়টি চার ছিল। দশম ওভারের শেষ বলে উইকেটের পেছনে কেএল রাহুলের হাতে হ্যারি ব্রুকে ক্যাচ দেন। দ্বিতীয় উইকেট পেয়ে যান হর্ষিত। ইংল্যান্ড সেই সময় মাত্র ৮ বলে ৩ উইকেট হারিয়েছে। সেখান থেকে, জো রুট এবং জস বাটলার চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়েন।
এই জুটি ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। জাদেজা রুটকে (১৯ রান) এলবিডব্লিউ আউট করেন। রুট আউট হওয়ার পর, বাটলার এবং জ্যাকব বেথেল পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন। বাটলারকে আউট করে অক্ষর প্যাটেল এই জুটির ইতি টানেন। বাটলার ৬৭ বলে চারটি চারের সাহায্যে ৫২ রান করেন। এরপর হর্ষিত রানা লিয়াম লিভিংস্টোনকে (৫ রান) আউট করেন এবং মোহাম্মদ শামি ব্রাইডন কার্সকে (১০ রান) আউট করেন এবং ইংল্যান্ডের রান ৭ উইকেটে ২০৬ রানে পৌঁছায়।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সও য়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।