প্রথম একদিনের ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে ডান হাঁটুতে ব্যথার কারণে খেলতে পারছেন না কিং কোহলি। লাগাতার ব্যর্থতার জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরাটকে। সমস্যা আরও বেড়েচে রঞ্জি ট্রফিতে নেমেও রান পাওয়ায়। নাগপুরে ম্যাচ শুরুর আগে যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার অভিষেকের কথা ঘোষণা হওয়ার পরেই এই আশঙ্কা দানা বেধেছিল। টসে এসে রোহিত তা জানিয়েই দিলেন।
নাগপুর ম্যাচের সময় ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং ফাস্ট বোলার হর্ষিত রানা ওয়ানডে অভিষেকের করছেন। গৌতম গম্ভীর যশস্বীকে ক্যাপটি দিয়েছিলেন এবং মহম্মদ শামি, হর্ষিত রানাকে ক্যাপটি দিয়েছিলেন।
ডান হাঁটুতে ব্যথার কারণে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে খেলতে পারেচেন না। বিরাট কোহলির ডান হাঁটুতে ব্যান্ডেজ ছিল। জানা গিয়েছে ফুলেও গিয়েছে। দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার সময় কোহলিকে সাবধানে হাঁটতে দেখা গিয়েছে।
দলে সুযোগ পেলেন না পন্তও
কেএল রাহুল এই ম্যাচে ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করবেন। ফলে দলে জায়গা হয়নি পান্তের। আসলে বিরাট না থাকায় ব্যাটিং-এ গভিরতা বাড়াতেই ভারতীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। হর্ষিত রানা আসায় ভারতীয় দল আরও শক্তিশালী হবে। দলে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ার।
তিন স্পিনার খেলাচ্ছে ভারত
ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিন স্পিনার। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের পাশাপাশি অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাও দলে রয়েছেন। এই পিচে বল ঘুরবে বলেই আশাবাদী ভারতীয় দল। পিচ রিপোর্টে দেখা গিয়েছে, পিচে ফাটল আছে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।