Advertisement

India vs England 1st T20I: ইডেনে দারুণ অভিষেক রাজ, ৪৩ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারাল ভারত

ভারতীয় দল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ খেলছে। প্রথম ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনে। ভারতীয় দল কলকাতার ইডেন গার্ডেনে এখনও পর্যন্ত মোট ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটিতে হেরেছে। একটি ম্যাচ ছিল নিষ্পত্তি হয়নি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2025,
  • अपडेटेड 10:08 PM IST

ভারতীয় দল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ খেলছে। প্রথম ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনে। ভারতীয় দল কলকাতার ইডেন গার্ডেনে এখনও পর্যন্ত মোট ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটিতে হেরেছে। একটি ম্যাচ ছিল নিষ্পত্তি হয়নি।

দারুণ জয় পেল ভারত

ব্যাট হাতে ভারতের নায়ক অভিষেক। ইংল্যান্ডের কোনও বোলারকে দাঁড়াতেই দেননি এই ওপেনার। ৭৯ রানের ইনিংস খেলেছেন মাত্র ৩৫ বলে। ৪৩ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারাল ভারত। 

আরও পড়ুন

দারুণ ব্যাটিং অভিষেকের

৫০ করে ফেললেন অভিষেক শর্মা। ২০ বলে হাফ সেঞ্চুরি করে দারুণ ছন্দে ভারতের ওপেনার। মাত্র ২ উইকেটে ৯০ করে ফেলল ভারত। 

এক ওভারে ২ উইকেট আর্চারের

ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন আর্চার। এক ওভারে তুলে নিলেন দুই উইকেট। ৪১ রানে ২ উইকেট হারাল ভারত। রান না করেই আউট ক্যাপ্টেন সূর্যকুমার।   

আউট সঞ্জু

৪১ রানে প্রথম উইকেট হারাল ভারত। আর্চারের বলে আউট হলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। 

আউট বাটলার

আবার উইকেট বরুণের। ১০৯ রানে আট উইকেট হারাল ইংল্যান্ড। দারুণ ক্যাচ নীতিশ রেড্ডির। শট খেলতে গিয়ে টাইমিং ভাল না হওয়ায় ৪৪ বলে ৬৮ রান করে আউট ইংল্যান্ড ক্যাপ্টেন। 

১২ বলে ২ রান করে আউট অ্যাটকিনসন

অক্ষরের ওভারের শেশ বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হলেন অ্যাটকিনসন। 

উইকেট নিলেন অক্ষরও

আউট ওভারটন। বাজে শট খেলে নীতিশ রেড্ডির হাতে ক্যাচ দিলেন তিনি। ৯৫ রানে ৬ উইকেট হারাল ইংল্যান্ড। 

অবশেষে উইকেট পেলেন হার্দিক

৯০ তম উইকেট তুলে নিলেন ভারতের তারকা অলরাউন্ডার। ক্রিজে ছন্দে ছিলেন না বেথেল। বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি। ৮৩ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড।  

৩৪ বলে হাফসেঞ্চুরি বাটলারের

দারুণ ছন্দে ইংল্যান্ড ক্যাপ্টেন। একাই লড়াই চালাচ্ছেন তারকা ব্যাটার। 

এক ওভারে দুই উইকেট বরুণের

৬৫ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। এক ওভারে ২ উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। 

Advertisement

উইকেট এনে দিলেন বরুণ

আউট ব্রুক। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা জুটি ভাংলেন বরুণ। ৬৫ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড দল। 

দারুণ ছন্দে বাটলার

হার্দিক পান্ডিয়ার ওভারে মারমুখি বাটলার। হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে ইনিংস গড়ছেন ইংল্যান্ড ক্যাপ্টেন।  

আবার উইকেট হারাল ইংল্যান্ড

দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড দল। আউট বেন ডাকেট। আবার উইকেট আর্শদীপের, ২ উইকেটে ১৭ রান ইংল্যান্ডের।

আউট সল্ট

দারুণ শুরু আর্শদীপের। প্রথম ওভারের তৃতীয় বলেই ০ রানে আউট ফিল সল্ট। বড় শট খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লাগে। সহজ ম্যাচ ধরতে ভুল করেননি সূর্যকুমার যাদব। 

টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত ভারতের

টসে জিতলেন সূর্যকুমার। ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ডকে। শিশিরের কারণেই এই সিদ্ধান্ত বলে জানালেন সূর্য। 

দলে জায়গা হল না শামির

দলে নেই শামি। একমাত্র পেসার আর্শদীপ সিং। 

Read more!
Advertisement
Advertisement