ইডেনে (Eden Gardens) অনুষ্ঠিত হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচ। টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও সিরিজ জিতে এসেছে ভারতীয় দল (Team India)। ঘরের মাঠে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল ইংল্যান্ডকে (England Team) হারিয়ে টি২০ সিরিজ জিততে পারলে কিছুটা মলম পড়বে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড যে খুব ভাল তা বলা যাবে না। এখনও অবধি ২৪টা ম্যাচ খেলেছে দুই দল। ভারত জিতেছে ১৩ ম্যাচে, আর ইংল্যান্ড জিতেছে ১১টি ম্যাচে।
ম্যাচের একদিন আগেই দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ভারতীয় দলে কারা সুযোগ পাবেন তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা। কলকাতা টি-টোয়েন্টিতে সঞ্জ স্যামসনের (Sanju Samson) সঙ্গে ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। তিলক ভার্মাকে (Tilak Varma) ৩ নম্বরে খেলতে দেখা যাবে, কারণ তিনি এই পজিশনে খেলতে গিয়ে টানা দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। চার নম্বরে খেলতে দেখা যাবে অধিনায়ক সূর্যকুমার যাদবকে। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ৫ নম্বরে এবং তারপরে রিঙ্কু সিংকে (Rinku Singh) ৮ নম্বরে খেলতে দেখা যেতে পারে।
একইসঙ্গে নীতীশ রেড্ডিকে ম্যাচের পজিশন অনুযায়ী হার্দিক পান্ডিয়ার চেয়ে উঁচুতে খেলতে দেখা যাবে। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল প্লেয়িং ১১-এ থাকা নিশ্চিত, কারণ কলকাতার পিচ স্পিনারদের জন্য সহায়ক। অক্ষর ছাড়াও দলের অন্য স্পেশালিস্ট স্পিনার বরুণ চক্রবর্তী। এর কারণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চক্রবর্তীর দুর্দান্ত পারফরম্যান্স। থাকবেন দুই ফাস্ট বোলার মহম্মদ শামি ও আর্শদীপ সিং। হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দরের জন্য প্লেয়িং ১১-এ জায়গা করা কঠিন। যেখানে রবি বিষ্ণোইকে প্লেয়িং ১১-এ দেখা যাবে না।
ভারত-ইংল্যান্ড T20 হেড টু হেড
মোট ম্যাচ ২৪
ভারত জিতেছে ১৩
ইংল্যান্ড জিতেছে ১১
কলকাতা টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ রেডিড, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং
১২তম ব্যক্তি: রবি বিষ্ণোই
প্রথম টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (সি), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।