Advertisement

India vs England 2nd ODI 2025 Cuttack: কোহলি দলে ফিরতেই বাদ এই ব্যাটার? আজ প্লেয়িং ইলেভেনে এই বদল করতে পারেন রোহিত শর্মা

India vs England 2nd ODI 2025 Cuttack: আজ, ৯ ফেব্রুয়ারি, কটকের বারাবাটি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ । প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে জিতেছে। ফলে সিরিজে ১-০-এ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচও জিতে সিরিজ নিজেদের পকেটে ভরে নেওয়াই ইন্ডিয়ার টার্গেট।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2025,
  • अपडेटेड 9:24 AM IST

India vs England 2nd ODI 2025 Cuttack: আজ, ৯ ফেব্রুয়ারি, কটকের বারাবাটি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ । প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে জিতেছে। ফলে সিরিজে ১-০-এ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচও জিতে সিরিজ নিজেদের পকেটে ভরে নেওয়াই ইন্ডিয়ার টার্গেট। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক, আর ইংল্যান্ডের নেতৃত্বে রয়েছেন জস বাটলার।

দলে ফিরছেন কোহলি

এই ম্যাচে ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। হাঁটুর চোটের কারণে প্রথম ম্যাচে খেলেননি তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ। সহ-অধিনায়ক শুভমন গিল ও ব্যাটিং কোচ সিতাংশু কোটক জানিয়ে দিয়েছেন, কোহলি একাদশে ফিরছেন।

ফর্মে ফিরতে মরিয়া রোহিত

রোহিত শর্মার ব্যাটেও রান নেই। প্রথম ওয়ানডেতে তিনি মাত্র ২ রান করেছেন। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় ৬৪ রান করার পর আর কোনও ফরম্যাটেই অর্ধশতরান পাননি তিনি। তবে ভারতের বোলিং শক্তি বাড়িয়েছে মহম্মদ শামির দারুণ ফর্ম।

আরও পড়ুন

হর্ষিত রাণার সামনে বড় সুযোগ

প্রথম ম্যাচে অভিষেক হওয়া হর্ষিত রাণা প্রথম ওভারেই ২৬ রান খরচ করলেও পরে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়েছিলেন। বুমরাহ ফিট না হলে এই তরুণ পেসারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়ার বড় সুযোগ থাকবে।

ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ

ইংল্যান্ডের জন্য ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে তাদের ব্যাটারদের ধৈর্য ধরতে হবে। বারাবাটির পিচ থেকে স্পিনাররা সুবিধা পেতে পারেন।

সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

ইংল্যান্ড: ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, আদিল রশিদ, জোফ্রা আর্চার, সাকিব মাহমুদ।

বারাবাটিতে দুর্দান্ত রেকর্ড ভারতের

এই স্টেডিয়ামে ভারত ১৭টি ওয়ানডে খেলে ১৩টি জিতেছে, হেরেছে ৪টি। গত ৭টি ওয়ানডেতে অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। আজ তাদের সামনে অষ্টম জয়ের সুযোগ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement