Advertisement

India vs England 2nd ODI: দ্বিতীয় ODI-তে ফিরলেন বিরাট, অভিষেক এই ক্রিকেটারের

দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলি ফিরলেন। এই ম্যাচের আগেই তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভারতীয় দলের সবথেকে বড় চমক বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললেও, দ্বিতীয় ম্যাচে বাদ গেলেন কুলদীপ যাদব। আর বিরাট এসে যাওয়ায় মাঠের বাইরে থাকতে হচ্ছে যশস্বী জয়সওয়ালকে। তিনি না থাকায়, রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন গত ম্যাচের নায়ক শুভমন গিল।

বরুণ চক্রবর্তী টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ড কভার বিসিসিআইবরুণ চক্রবর্তী টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ড কভার বিসিসিআই
Aajtak Bangla
  • কটক,
  • 09 Feb 2025,
  • अपडेटेड 1:23 PM IST

দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলি ফিরলেন। এই ম্যাচের আগেই তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভারতীয় দলের সবথেকে বড় চমক বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললেও, দ্বিতীয় ম্যাচে বাদ গেলেন কুলদীপ যাদব। আর বিরাট এসে যাওয়ায় মাঠের বাইরে থাকতে হচ্ছে যশস্বী জয়সওয়ালকে। তিনি না থাকায়, রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন গত ম্যাচের নায়ক শুভমন গিল।   

হাঁটুর সমস্যার কারণে নাগপুরে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি বিরাট কোহলি। এখন বিরাট ফিট। আজ খেলবেন। এটা রোহিত শর্মা টসের পর বলতেই কটকের বারবাটি স্টেডিয়ামে চিৎকার করে ওঠেন ফ্যানরা। তাঁর রান না পাওয়া নিয়ে যতই সমালোচনা হোক, এখনও তাঁর পাশেই টিম ইন্ডিয়ার ফ্যানরা।

কুলদীপ যাদবকে বাদ রাখার কারণ স্পষ্ট নয়। নাগপুরের ম্যাচে তিনি একটা উইকেট নিয়েছিলেন। বরুণ যদিও । ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে বরুণ ১৪ উইকেট নিয়েছিলেন। এই পারফরম্যান্সের পর, তাকে ও ডিআই সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে, এই ম্যাচে ইংল্যান্ড তিনটি পরিবর্তন এনেছে। এই ম্যাচে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন মার্ক উড, গাস অ্যাটকিনসন এবং জেমি ওভারটন। এই ম্যাচে জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার সুযোগ পাননি।

, ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে মোট ১০টি দ্বিপাক্ষিক ও য়ানডে সিরিজ খেলেছে। এতে, ভারতীয় দল ৭টি সিরিজ জিতেছে, যেখানে ইংল্যান্ড মাত্র একটি সিরিজ জিততে পেরেছে। যেখানে ২টি সিরিজ ডুতে শেষ হয়েছে। ১৯৮৪ সালের ডিসেম্বরে ভারতের মাটিতে ইংল্যান্ড ও ডিআই সিরিজ জিতেছিল। তারপর ৫ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে হেরে যায়। তারপর থেকে, ভারতীয় দল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে কোনও ওয়ানডে সিরিজ হারেনি।

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি।
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement