ইডেন গার্ডেন্সে হারের পরেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে রণকৌশলে বদল আনতে হল ইংল্যান্ডকে। ইডেনের ম্যাচে গাস আটকিনসন প্রচুর মার খেয়েছেন। তাঁর জায়গায় দলে এলেন ব্রাইডন কার্স। তবে আরও একজন পেসারকে কেন দলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠবেই। কলকাতায় স্পিন অস্ত্রে ঘায়েল হওয়া লিয়াম লিভিংস্টোনদের সমস্যা আরও বাড়বে চেন্নাইয়ে। কারণ চিপকের পিচে বল আরও স্পিন করে।
কেন জায়গা পেলেন না আটকিনসন?
১২ জনের দলে জ্যামি স্মিথকে রাখা হয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করে ইংল্যান্ড। ইডেনে জঘন্য বোলিং করেন আটকিনসন। ২ ওভারে ৩৮ রান দেন। নিজের চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। তাঁকে দুরমুশ করেন অভিষেক শর্মা। হারের পর বাটলার জানিয়েছিলেন, পরের ম্যাচগুলোর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী বাদ পড়লেন আটকিনসন।
ইডেনে পিচ বুঝতে ব্যর্থ বাটলাররা
বাটলার বলেন, 'শুরুতে উইকেটে কিছু ছিল না। এটা আমরা আশা করিনি। তবে সার্বিকভাবে পিচ ভাল ছিল। আর্চার ভাল বল করেছে। মার্ক উড দ্রুত গতিতে বল করেছে। আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। তবে প্রত্যেক গ্রাউন্ডের পরিবেশ এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।' ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, টস জেতার পর সতীর্থদের উচ্ছ্বাস বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। সূর্য বলেন, 'টসে জেতার পর সতীর্থদের উত্তেজনাই বেঞ্চমার্ক তৈরি করে দেয়। বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ব্যাটাররাও ভাল খেলেছে। দক্ষিণ আফ্রিকায়ও একই জিনিস করেছিলাম। নতুন বলে হার্দিক বল করায়, একজন বাড়তি স্পিনার খেলানো সম্ভব হয়েছিল। অর্শদীপ বাড়তি দায়িত্ব নিচ্ছে। প্লেয়ারদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। আমরা একটু অন্যভাবে খেলতে চাই। ফিল্ডিংয়ে উন্নতি করার চেষ্টা করছি। হাফ চান্সগুলো কাজে লাগাতে হবে।' শনিবার ব্যবধান বাড়াতে তৈরি টিম ইন্ডিয়া।
চার স্পিনারই খেলাতে পারে ভারত
ভারতীয় দল চার স্পিনার খেলিয়ে দিতে পারে এই ম্যাচেও। তার সঙ্গে শুরুতে আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডকে আরও বিপদে ফেলতে পারলে দ্বিতীয় টি২০ জিততেও সমস্যা হবে না সূর্যকুমার যাদবদের।