Advertisement

India vs England 2nd T20: সুযোগ পেয়েই নায়ক তিলক, চেন্নাইয়েও ২ উইকেটে জিতল ভারত

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (২৫ জানুয়ারি) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলবে। এই ম্যাচে টস জিতেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে বোলিং করতে নেমেছে ভারতীয় দল। এই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...

 ফ্রেমে তিলক ভার্মা ফ্রেমে তিলক ভার্মা
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 25 Jan 2025,
  • अपडेटेड 10:36 PM IST

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (২৫ জানুয়ারি) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলবে। এই ম্যাচে টস জিতেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে বোলিং করতে নেমেছে ভারতীয় দল। এই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...

জিতে গেল ভারত

৫৫ বলে ৭২ রানের ইনিংস তিলক ভর্মার। চার বল বাকি থাকতেই জিতে গেল ভারত। ২-০ ব্যবধানে এগিয়ে সূর্যরা।  

আরও পড়ুন

আউট আর্শদীপও

দারুণ লড়াই চালাচ্ছেন তীলক ভর্মা। ৮ উইকেটে ১৪৬ রান ভারতের।

আউট অক্ষর

অক্ষর প্যাটেলও রান করতে পারলেন না। সাত উইকেট হারিয়ে ১২৬ রান ভারতের। শেষ পাঁচ ওভারে দরকার ৪০ রান। 

আউট সঞ্জু

আরও এক ওপেনারকে হারাল ভারত। ১৯ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল। জোফ্রা আর্চারের বলে আউট সঞ্জু স্যামসন। 

আউট অভিষেক

লেগ বিফোর হলেন অভিষেক শর্মা। ১৫ রানে প্রথম উইকেট হারাল ভারত। দারুণ বোলিং মার্ক উডের। 

১৬৫ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস

২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ১৬৫। চেন্নাইয়ে ম্যাচ জিততে ভারতীয় দলকে ১৬৬ রান করতে হবে। 

আউট জেমি স্মিথ

অভিষেক শর্মা বল হাতেও ভেলকি দেখালেন চেন্নাইয়ে। আউট হলেন জেমি স্মিথ। লং অনে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৩ ওভারে ৬ উইকেটে ১০৬ রান ইংল্যান্ডের।  

আবার উইকেট অক্ষরের

লিভিংস্টোনও আউট হলেন বড় শট মারতে গিয়ে। দ্বিতীয় উইকেট অক্ষরের। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট হলেন লিভিংস্টোন। 

বড় উইকেট পেয়ে গেল ভারত

৪৫ তাম করে আউট বাটলার। অক্ষর প্যাটেলের বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন। ক্যাচ নিলেন তিলক ভর্মা।

আউট ব্রুক

ব্রুককে বোল্ড করলেন বরুণ। পাওয়ার প্লে শেষ হতেই উইকেট হারাল ইংল্যান্ড।  

২ উইকেটে ৫০ পেরল ইংল্যান্ড

পাওয়ার প্লেতে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৫৮। উইকেটে হ্যারি ব্রুক ও জস বাটলার। 

Advertisement

আউট ডাকেট

রিভার্স স্যুইপ খেলতে গিয়ে আউট বেন ডাকেট। প্রথম বলেই উইকেট ওয়াশিংটন সুন্দরের। ২৬ রানে দুই উইকেট হারাল ইংল্যান্ড। ঘরের মাঠে সুযোগ পেয়ে উইকেট ওয়াশিংটনের।  

আউট সল্ট

দাতুন বোলিং আর্শদীপের। শর্ট বলে বড় শট খেলতে গিয়ে স্কোয়ার লেগে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন সল্ট। 

দুই দলেই পরিবর্তন
এই ম্যাচের জন্য ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। প্লেয়িং-১১-এ ঢুকে পড়েছেন ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। পিঠের সমস্যার কারণে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়া রিঙ্কু সিং-এর জায়গায় এসেছেন জুরেল। যেখানে নীতীশ রেডিডর স্থলাভিষিক্ত হয়েছেন সুন্দর। সাইড স্ট্রেনের কারণে বাকি ম্যাচের বাইরে রয়েছেন নীতিশ।

এই ম্যাচের জন্য ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন এসেছে। জ্যাকব বেথেল অসুস্থ, তার জায়গায় প্লেয়িং-১১-এ অন্তর্ভুক্ত করা হয়েছে জেমি স্মিথকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি জেমির অভিষেক ম্যাচ। যেখানে গাস অ্যাটকিনসনের জায়গায় ডানহাতি ফাস্ট বোলার ব্লেডন কার্স প্লেয়িং-১১-এ প্রবেশ করেছেন। সিরিজের প্রথম ম্যাচে অ্যাটকিনসন বেশ রান দিয়ে ফেলেছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেন

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ডার্মা, হার্দিক পান্ড্য, ও য়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন

বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

 

Read more!
Advertisement
Advertisement