Advertisement

India vs England 2nd T20I: কখন কীভাবে ফ্রিতে দেখবেন ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি২০ ম্যাচ?

অস্ট্রেলিয়া সফরে হারের পর ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ব্যাট হাতে দাপট দেখান অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের ফলে সেই ম্যাচ জিতে নেয় ভারত। শুধু অভিষেক নন, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন কেকেআর তারকা বরুণ চক্রবর্তী। এই দুই তারকা ক্রিকেটারের বাজিমাতে কলকাতায় ইংরেজ বধ করে ভারতীয় দল। ইডেনের পর এবার ভারত চেন্নাইয়ে খেলতে নামবে। এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় শিবির।

হ্যারি ব্রুক, সঞ্জু স্যামসনহ্যারি ব্রুক, সঞ্জু স্যামসন
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 25 Jan 2025,
  • अपडेटेड 12:23 PM IST

অস্ট্রেলিয়া সফরে হারের পর ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ব্যাট হাতে দাপট দেখান অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের ফলে সেই ম্যাচ জিতে নেয় ভারত। শুধু অভিষেক নন, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন কেকেআর তারকা বরুণ চক্রবর্তী। এই দুই তারকা ক্রিকেটারের বাজিমাতে কলকাতায় ইংরেজ বধ করে ভারতীয় দল। ইডেনের পর এবার ভারত চেন্নাইয়ে খেলতে নামবে। এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় শিবির।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ও তারপর একদিনের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। চেন্নাইয়েও যে ভারত বিপক্ষের থেকে এগিয়ে নামবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে গম্ভীরের কাছে অ্যাডভান্টেজ তরুণ তুর্কিতে দুরন্ত পারফরম্যান্স। যা গোটা টিম ম্যানেজমেন্টকে স্বস্তিতে রেখেছে।

মনে করা হচ্ছে, তাঁর চোট পুরোপুরি সেরে ওঠেনি। যার ফলে চ্য়াম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে নামানো হয়নি এই তারকা পেসারকে। শনিবারও যে তাঁকে দেখা যাবে, এমনটা এখনও আশা করা যাচ্ছে না। তবে শামি ছাড়াও যে ভারত দাপটের সঙ্গে পারফরম্যান্স করছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার চেন্নাইয়ে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেন। এবার এক নজরে জেনে নিন এই ম্যাচ কোথায় আপনি ফ্রিতে দেখবেন।

কীভাবে দেখবেন ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি২০ ম্যাচ?
ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।ভারতীয় সময় শুরু হবে সন্ধ্যে সাতটায়। দ্বিতীয় টি২০ ম্যাচটি টিভিতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে বা ওটিটিতে দেখা যাবে হটস্টার অ্যাপে। তবে সাবস্ক্রিপশন দিয়ে আপনাকে দেখতে হবে এই ম্যাচ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement