Advertisement

India vs England: জো রুটকে আউট করতে কী স্ট্র্যাটেজি? এবার বড় পরীক্ষার সামনে গিল

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ। প্রথম টেস্টে সমস্যা হয়েছিল বোলাররা উইকেট নিতে না পারায়। দ্বিতীয় টেস্টে সেই সমস্যা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে দ্বিতীয় দিনেই। আকাশদীপ আর মহম্মদ সিরাজ দুইজনই উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ভারতের রান ৫৮৭ হলেও, এবার আসল পরীক্ষা হবে বোলারদের।

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • হেডিংলে,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 12:52 PM IST

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ। প্রথম টেস্টে সমস্যা হয়েছিল বোলাররা উইকেট নিতে না পারায়। দ্বিতীয় টেস্টে সেই সমস্যা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে দ্বিতীয় দিনেই। আকাশদীপ আর মহম্মদ সিরাজ দুইজনই উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ভারতের রান ৫৮৭ হলেও, এবার আসল পরীক্ষা হবে বোলারদের। 

দ্বিতীয় দিন শেষে, ভারতীয় ফার্স্ট বোলাররা এখনও অবধি ৩ উইকেট নিয়েছেন, ইংল্যান্ডের স্কোর ৭৭ রান। ৪ জুলাই যখন তৃতীয় দিনের খেলা শুরু হবে, তখন ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জো রুটের (অপরাজিত ১৮) উইকেট তুলে নেওয়া। তরুণ ব্যাটার হ্যারি ব্রুক (অপরাজিত ৩০) ও রুটকে ভরসা দিচ্ছেন।

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সবচেয়ে শক্তিশালী অংশ হলেন রুট। তাঁর কৌশল, ধৈর্য এবং অভিজ্ঞতা ভারতীয় বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রুট যদি বড় ইনিংস খেলেন, তাহলে ভারতের লিড চাপে পড়তে পারে। এখানে এটাও মনে রাখতে হবে যে ভারতীয় দল এই টেস্টে বুমরা এবং কুলদীপ যাদব ছাড়াই খেলছে।

তবে, প্রথম দিনে আকাশ দীপ প্রথমে বেন ডাকেট (০) এবং পরের বলেই অলি পোপ (০) উভয়কেই তাড়াতাড়ি আউট করেন। অন্যদিকে মহম্মদ সিরাজ, জ্যাক ক্রাউলি (১৯) কে আউট করে ইংল্যান্ডের স্কোর ২৫/৩ এ নামিয়ে আনেন। কিন্তু এর পরে দুজনেই স্কোর ৭৭ রানে নিয়ে যান।

গিল ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেলেও, তাঁর ক্যাপ্টেন হিসেবে আসল পরীক্ষা এখনও বাকি। প্রশ্ন হলো, রুটের ডিফেন্স ভাঙার জন্য তিনি কি সঠিক ফিল্ডিং সেট করতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি কি দ্রুত বোলার এবং স্পিনারদের (জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর) সময়োপযোগী এবং স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন? তৃতীয় প্রশ্ন হলো, রুটকে আউট করার জন্য তিনি কি আক্রমণাত্মক কৌশল গ্রহণ করবেন, নাকি ধৈর্য ধরে খেলাটি সেট করবেন?

কারণ রুট অথবা ব্রুক আউট হয়ে গেলে, ভারতকে পরবর্তী ব্যাটসম্যান বেন স্টোকসকে আউট করতে হবে। এর পরে, ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথের পালা। তবে, ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ এবং তার টেলএন্ডারদের কোনওভাবেই হাল্কাভাবে নেওয়া যাবে না, কারণ লিডস টেস্টে ২৭৫/৫ উইকেট হারানোর পর, ইংল্যান্ডের দল প্রথম ইনিংসে ৪৬৫ রান করে। ক্রিস ওকস এবং ব্রাইডন কার্সও মারাত্মক হতে পারেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement