এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বড় টার্গেট পেতে পারে ইংল্যান্ড। তবে তা নিয়ে বেন স্টোকসরা ভাবছেন না। ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তারা যে কোনও লক্ষ্যই তাড়া করতে তৈরি। এটা কি চাপ কমানোর খেলা? সেটা যদিও বলা মুশকিল। তবে ১৫৮ রান করা এই ব্যাটার যা বললেন সে আশঙ্কাও দূর হচ্ছে না ইতিহাসের দিকে তাকালে।
সেঞ্চুরি করা হ্যারি ব্রুক ভারতীয় দলকে সতর্ক করে দিলেন। ব্রুক বিশ্বাস করেন যে তাঁর দল চতুর্থ ইনিংসে যে কোনো লক্ষ্য তাড়া করতে প্রস্তুত। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের মোট লিড ছিল ২৪৪ রান এবং হাতে ছিল ৯ উইকেট। মনে হচ্ছে যদি ভারতীয় দল চতুর্থ দিনে দুই থেকে আড়াই সেশন ব্যাট করে, তাহলে ইংল্যান্ডকে ৫০০-এর বেশি লক্ষ্য তাড়া করতে হতে পারে। তবে তাতে পাত্তা দিচ্ছেন না ইংল্যান্ড ব্যাটার।
তৃতীয় দিনের ম্যাচের পর বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হ্যারি ব্রুক বলেন, 'আমি এখনও মনে করি আমরা এই টেস্ট ম্যাচটি জিততে পারব। সবাই জানে যে আমরা লক্ষ্য তাড়া করব, তা যত বড়ই হোক না কেন। আমরা আগেও এটা করেছি এবং আবার চেষ্টা করব।' জেমি স্মিথের সঙ্গে দারুণ জুটি গড়ে দলকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যান ব্রুক। এই পার্টনারশিপ নিয়ে তিনি বলেন, 'জেমি স্মিথের সঙ্গে ক্রিজে সময় কাটাতে পেরে ভালো লাগলো। আশা করি আমরা ম্যাচে ফিরে আসব।'
ভারতীয় বোলারদের প্রশংসা করলেন ব্রুক
ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন হ্যারি ব্রুক। তিনি আউট হওয়ার পরই ম্যাচের রং বদলে যায়। ব্রুক বলেন, 'আমি যদি আউট না হতাম, তাহলে আমরা এই জায়গায় থাকতাম না। আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ ভালো বোলিং করেছে। উইকেট নেওয়ার জন্য তারা সব পদ্ধতি অবলম্বন করেছেন।'
হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও, এজবাস্টন টেস্ট ম্যাচে ইংল্যান্ড দল পিছিয়ে আছে। এই ম্যাচে ভারত তাদের প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছিল, যার জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৪০৭ রানে সব উইকেট হারিয়ে ফেলে। অর্থাৎ, প্রথম ইনিংসে ভারতীয় দল ১৮০ রানের লিড পেয়েছে। ভারত চালকের আসনে থাকলেও, ইংল্যান্ডকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। চতুর্থ দিনের খেলা এই ম্যাচের দিক নির্ধারণ করবে।