Advertisement

India vs England 2nd Test: রুটের আউটে বিতর্ক, আকাশদীপ কি নো-বলে উইকেট পেলেন? জানুন নিয়ম

এজবাস্টন টেস্টের শেষদিনে ভারতের অন্যতম ভরসা আকাশদীপ। ইতিমধ্যেই তুলে নিয়েছেন আরও দুই উইকেট। তবে জো রুটের আউট নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। নো বলে আউট হয়েছেন রুট? নাকি সত্যিই আউট ছিলেন ইংল্যান্ড ব্যাটার? তা নিয়েই যত তর্ক।

আকাশ দীপআকাশ দীপ
Aajtak Bangla
  • এজবাস্টন,
  • 06 Jul 2025,
  • अपडेटेड 7:08 PM IST

এজবাস্টন টেস্টের শেষদিনে ভারতের অন্যতম ভরসা আকাশদীপ। ইতিমধ্যেই তুলে নিয়েছেন আরও দুই উইকেট। তবে জো রুটের আউট নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। নো বলে আউট হয়েছেন রুট? নাকি সত্যিই আউট ছিলেন ইংল্যান্ড ব্যাটার? তা নিয়েই যত তর্ক।

কেন এই বিতর্ক?
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ নম্বর ওভারে বল হাতে এসেছিলেন বাংলার পেসার। সেই ওভারেই একটা বল তিনি করেন ক্রিজের একেবারে বাইরের দিক থেকে। যাতে বলের একটা কোণ তৈরি হয়। ফুল লেংথে বল করেছিলেন আকাশ। বল পিচে পড়ে হালকা বাইরের দিকে যায়। রুট ভেবেছিলেন বল ভিতরের দিকে আসবে। সে ভাবেই ব্যাট রেখেছিলেন তিনি। কিন্তু ব্যাটের পাশ দিয়ে বল গিয়ে স্টাম্পে লাগে। ৬ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন রুট।

তার পরেই শুরু হয় বিতর্ক। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যালিসন মিচেল ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, 'আকাশদীপ ক্রিজ়ের বাইরের দিকে গিয়ে বল করেছিল। ওর পিছনের পা রিটার্ন ক্রিজের বাইরে ছিল। প্রায় দু’ইঞ্চি বাইরে ছিল। কিন্তু ক্রিকেটের নিয়ম হল পিছনের পা রিটার্ন ক্রিজের ভিতরে পড়তে হবে। না হলে নো-বল হবে। আমার মনে হয় আম্পায়ার দেখতে ভুল করেছে।' 

আইসিসি-র নিয়ম কী?
এমসিসি-র ২১.৫.১ ধারা অনুযায়ী, বল করার সময় কোনও বোলারের পা রিটার্ন ক্রিজের মধ্যে পড়তে হবে। রিটার্ন ক্রিজ ছুঁয়ে ফেললে তা নো-বল। ২১.৫.২ ধারা অনুযায়ী, সামনের পায়ের অন্তত সামান্য অংশ পপিং ক্রিজের ভিতরে পড়তে হবে। যদি পুরো পা পপিং ক্রিজের বাইরে পড়ে তা হলে নো-বল হবে।

পঞ্চম দিনের শুরুতে বৃষ্টির জন্য খেলা শুরু হতে অনেকটা সময় লেগে যায়। ৯০ ওভারের জায়গায় ৮০ ওভারের ম্যাচ হবে বলে জানিয়ে দেওয়া হয়। তবে দারুণ শুরু করে ভারতীয় দল। আকাশদীপ দারুণ বল করে দ্রুত দুই উইকেট তুলে নেন। লাঞ্চ অবধি ম্যাচের যা অবস্থা তাতে ভারতীয় দলকে দ্রুত পাঁচ উইকেট তুলে নিতে না পারলে ভারতের উপর চাপ বাড়বে।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement