Advertisement

India vs England Shubman Gill: ক্যাপ্টেন হয়ে নজির গিলের, তৃতীয় ইনিংসেই ভাঙলেন বিরাটের দুর্দান্ত রেকর্ড

ডাবল সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন প্রথম দিন। আর দ্বিতীয় দিন লাঞ্চের পর, ২০০ করে ফেললেন ভারতের ক্যাপ্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে শুতমন গিল। ভারতীয় মিডল অর্ডারও বেশ স্বচ্ছন্দে খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে।

বিরাট কোহলি ও শুভমন গিলবিরাট কোহলি ও শুভমন গিল
Aajtak Bangla
  • হেডিংলে,
  • 03 Jul 2025,
  • अपडेटेड 9:07 PM IST

ডাবল সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন প্রথম দিন। আর দ্বিতীয় দিন লাঞ্চের পর, ২০০ করে ফেললেন ভারতের ক্যাপ্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে শুতমন গিল। ভারতীয় মিডল অর্ডারও বেশ স্বচ্ছন্দে খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। 

এটা বড় স্বস্তি ভারতের জন্য। প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয় মিডল অর্ডার। দ্বিতীয় ম্যাচটি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউতে চলছে। এই ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভাল জায়গায় ভারতীয় দল। লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে খেলা সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে পাঁচ উইকেটে হারতে হয়েছিল।

তবে সেখান থেকে রান করতে থাকেন গিল। ৩১১ বল খেলে ২০০ রান করেন গিল। এবার শুভমন বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ইনিংস খেলার ভারতীয় অধিনায়ক হয়ে উঠলেন। শুভমন বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন। ২০১৬ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নর্থসাউন্ড টেস্টে কোহলি ২০০ রান করেছিলেন। শুভমন গিল এখন ইংল্যান্ডেও সবচেয়ে বড় টেস্ট ইনিংস খেলার ভারতীয় অধিনায়ক। গিল. মহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেলেন।


অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ভারতীয় (টেস্ট)
২৩ বছর ৩৯ দিন মনসুর আলি খান পতৌদি বনাম ইংল্যান্ড, দিল্লি, ১৯৬৪
২৫ বছর ২৯৮ দিন শুভমান গিল বনাম ইংল্যান্ড, এজবাস্টন, ২০২৫
২৬ বছর ১৮৯ দিন সচিন তেন্ডুলকর বনাম নিউজিল্যান্ড, আহমেদাবাদ, ১৯৯৯
২৭ বছর ২৬০ দিন বিরাট কোহলি বনাম ওয়েস্ট ইন্ডিজ, নর্থ সাউন্ড, ২০১৬  

এজবাস্টন টেস্টে ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

এজবাস্টন টেস্টে ইংল্যান্ড দল: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।

Read more!
Advertisement
Advertisement