Advertisement

India vs England: বার্মিংহ্যামে ৫ রেকর্ড ভারতের, গিল-সিরাজের দাপটে সিরিজে সমতা ফেরাল ভারত

এজবাস্টনে ভারতীয় দল বড় জয় পেল। ৫৮ বছর পর ইংল্যান্ডের এই মাঠে ভারতের টেস্ট জয়। ওভালে হারের পর সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। শুভমন গিলের ক্যাপ্টেন হিসেবে জেতা প্রথম টেস্ট ম্যাচ। রোহিত শর্মার পর, টেস্ট ক্যাপ্টেন্সি হাতে পেয়ে হোঁচট খেতে হলেও ব্যাট হাতে পারফর্ম করে ভারতীয় দলকে জেতালেন তিনি।

মোহাম্মদ সিরাজ এবং শুভমান গিলমোহাম্মদ সিরাজ এবং শুভমান গিল
Aajtak Bangla
  • এজবাস্টন,
  • 06 Jul 2025,
  • अपडेटेड 10:50 PM IST

এজবাস্টনে ভারতীয় দল বড় জয় পেল। ৫৮ বছর পর ইংল্যান্ডের এই মাঠে ভারতের টেস্ট জয়। ওভালে হারের পর সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। শুভমন গিলের ক্যাপ্টেন হিসেবে জেতা প্রথম টেস্ট ম্যাচ। রোহিত শর্মার পর, টেস্ট ক্যাপ্টেন্সি হাতে পেয়ে হোঁচট খেতে হলেও ব্যাট হাতে পারফর্ম করে ভারতীয় দলকে জেতালেন তিনি। 

দেখে নেওয়া যাক কোন কোন নজির গড়ল ভারত
১) প্রথম এশিয়ান দল হিসেবে বার্মিংহামে টেস্ট ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। 

২) দ্বিতীয় রেকর্ড শুভমন গিলের। প্রথম ইনিংসে ২০০ করার পর, দ্বিতীয় ইনিংসে ১৫০-র উপর রান। আর কোনও ক্যাপ্টেনের এই রেকর্ড নেই।

৩) ভারতীয় ক্যাপ্টেনদের মধ্যে সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) প্রথম দ্বি শতরান করা ব্যাটার হিসেবে রেকর্ড গড়ে ফেললেন গিল।

৪) এক ম্যাচে ৪০০-র উপর রান করা প্রথম ব্যাটার গিল। 

৫) দল হিসেবে প্রথমবার এক ম্যাচে ১০০০-এর উপর রান করল ভারত।

টিম ইন্ডিয়া দারুণ ছন্দে ফিরে এসেছে এই সিরিজে। এবার লর্ডস টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। লর্ডস টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন এই মুহূর্তের সেরা বোলার জসপ্রীত বুমরা। এজবাস্টন টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা বৃষ্টির কারণে প্রভাবিত হয়েছিল। বৃষ্টির কারণে খেলাটি ১ ঘন্টা ৪০ মিনিট পরে শুরু হয়েছিল। ম্যাচে ভারতীয় দল ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য রেখেছিল।  যা তাড়া করা অসম্ভব ছিল। ফলে শুধু ম্যাচ বাঁচানোই ছিল লক্ষ্য। তবে সেটা সবসময়ই কঠিন কাজ।

আর সেটাই হয়েছে পঞ্চম দিনে। কারণ, ভারতীয় দল একে একে সাত উইকেট তুলে নিতে বেশি সময় নেয়নি। চা পানের বিরতির আগেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে ৬ উইকেট তুলে নেন আকাশদীপ। একটা করে উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।        

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement