রোহিত শর্মা অবসর নেওয়ার পর, ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব হাতে পেয়েছেন শুভমন গিল। তবে প্রথম ম্যাচে হারের পরেই ব্যাপক সমালোচনার মুখে তিনি। ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন নাসের হুসেন থেকে শুরু করে ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও গিলের ক্যাপ্টেন্সি নিয়ে কাটাছেড়া করতে শুরু করে দিয়েছেন।
এ অবস্থায় গিলের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ড সফরে গিল ব্যর্থ হলেও তাঁকেই ক্যাপ্টেন রেখে দেওয়ার পরামর্শ দিলেন তিনি। শুভমন এই ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। শুভমন ভারতের পঞ্চম অধিনায়ক হিসেবে তাঁর অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছেন। এখন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী শুভমনের প্রশংসা করেছেন। শাস্ত্রী বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমান টেস্ট সিরিজে ভারতকে হারের মুখোমুখি হলেও শুভমান গিলকে ৩ বছরের জন্য অধিনায়কত্ব করতে দিন।
উইজডনকে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, 'সে অনেক পরিণত হয়েছে। সে যেভাবে মিডিয়া পরিচালনা করে, প্রেস কনফারেন্সে এবং টসের সময় কথা বলে, তাতে তার প্রজ্ঞা স্পষ্টভাবে দেখা যায়। ওকে তিন বছর সময় দিন। সিরিজের ফলাফল যাই হোক না কেন, অধিনায়ক পরিবর্তন করবেন না। তিন বছর তার সঙ্গে থাকুন এবং আমি মনে করি সে ভালো পারফর্ম করবে।'
রবি শাস্ত্রী মনে করেন, শুভমান গিলের মধ্যে একজন দুর্দান্ত খেলোয়াড় হওয়ার সমস্ত গুণাবলী রয়েছে এবং সময়ের দিলে পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। তিনি বলেন, 'গিল যদি এগিয়ে যেতে না পারে, তাহলে আমি হতাশ হব। যখন ও ব্যাট করে, তখন তার একটা রাজকীয় স্টাইল থাকে, তার ব্যাটিং স্টাইল চমৎকার। যদি সে অভিজ্ঞতার সঙ্গে শিখে এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়, তাহলে আমার মনে হয় সে অনেক দূর এগিয়ে যাবে।'
এজবাস্টনে টিম ইন্ডিয়া কখনোই জিততে পারেনি
লিডস টেস্টে ভারতীয় দলের পরাজয়ের পর শুভমন গিলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। লিডস টেস্টে শুভমন, শার্দুল ঠাকুরকে খুব কম বল করতে দিয়েছিলেন, যা বোধগম্য ছিল না।