ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ দিনে সাত উইকেট দরকার ভারতের। অন্যদিকে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৯০ ওভার এই ৭ উইকেট টিকিয়ে রেখে ম্যাচ বাঁচিয়ে নেওয়া। তবে এর মধ্যে বাঁধ সেধেছে বৃষ্টি। পঞ্চম দিনে এখনও একটাও বল খেলা হয়নি। এবার প্রশ্ন হল, তা হলে কি ভেস্তে যাবে সব লড়াই?
এজবাস্টনের আবহাওয়া কেমন?
পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এজবাস্টনে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সকাল থেকে প্রতি ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, সকাল ৬টা বৃষ্টির সম্ভাবনা ৪৮ শতাংশ। সকাল ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৮৯ শতাংশ। অর্থাৎ, পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে। সকাল ৯টায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এর পর খেলা শুরুর সময়, সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৬ শতাংশ। দুপুর ১২টার সময়ও একই রকম পরিস্থিতি থাকতে পারে। দুপুর ১টার সময় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। দুপুর ২টোয় ২০ শতাংশ বৃষ্টি হতে পারে। অর্থাৎ চা পানের বিরতির আগে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারত কি ইংল্যান্ডকে অল আউট করার সুযোগ বা সময় আদৌ পাবে?
কেন সমালোচনা হচ্ছে টিম ইন্ডিয়াকে নিয়ে
কেন দেরিতে ডিক্লেয়ার করল ভারতীয় দল তা নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় দলের বোলিং কোচ জানিয়েছেন, তাঁরা নিরাপদ জায়গায় থাকতে চেয়েছিলেন। আর আবহাওয়ার গতিবিধি তাঁরা নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই এটা নিয়ে বিশেষ ভাবছেন না। মর্কেলেরা না ভাবলেও বৃষ্টি কিন্তু জল ঢালতে পারে ভারতের জয়ের আশায়। তেমন হলে সিরিজ়ে সমতা ফিরিয়ে লর্ডসে তৃতীয় টেস্ট খেলতে নামা হবে না শুভমনদের।
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, দুপুর আড়াইটের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে। দুপুর ৩টের সময় বৃষ্টির সম্ভাবনা ১৩ শতাংশ। বিকাল ৪টে থেকে আর বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। তবে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস ভারতীয় শিবিরকে যেমন চিন্তায় রেখেছে, তেমনই স্বস্তি দিচ্ছে বেন স্টোকসদের। আকাশের দিকে তাকিয়ে দু’শিবিরই। সময়ের অভাবে জয় হাতছাড়া হলে, ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই।