ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) চলতি টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে দলে ছিলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। এ নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছিলেন তাহলে কি মহম্মদ শামির ফিটনেসে সমস্যা রয়েছে? সে প্রশ্নের উত্তর পাওয়া গেল মঙ্গলবার। কারণ, তৃতীয় টি২০ ম্যাচে দলে এলেন শামি।
আর্শদীপ সিং (Arshdeep Singh), এই সিরিজে দারুণ ছন্দে থাকলেও তাঁর জায়গাতেই শামিকে সুযোগ দেওয়া হল। রাজকোটের নিরঞ্জন শা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রথম দুই ম্যাচ জিতে এই সিরিজে ভারতীয় দল ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ফলে রাজকোটের পর সিরিজ জেতার আরও সুযোগ থাকবে ভারতের সামনে।
এই ম্যাচের প্লেয়িং-১১-এ পরিবর্তন এনেছেন অধিনায়ক সূর্য। বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্ট বোলার আরশদীপ সিংকে। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারতীয় দলে ফিরেছেন শামি।
এই তৃতীয় ম্যাচের জন্য ইংল্যান্ড তাদের প্লেয়িং-১১ ঘোষণা করেছে। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য তার প্লেয়িং-11-এ কোনো পরিবর্তন করে ননি। এই সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে ইংলিশ দল। তা সত্ত্বেও বাটলার তার প্লেয়িং-১১-এ কোনো পরিবর্তন করেননি।
কঠিন পিচে শামির প্রত্যাবর্তন
রাজকোটের মাঠে প্রচুর রান পান ব্যাটাররা। বলা হয় এটা ব্যাটারদের স্বর্গ। সেখানে শামি কী করতে পারেন সেদিকে নজর থাকবে গোটা ভারতের। কারণ, জসপ্রীত বুমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন তবে বাড়তি দায়িত্ব সামলাতে হবে শামিকে, সেই বড় টুর্নামেন্টের আগে ফর্মে ফেরা খুব জরুরী।
ম্যাচে ইংল্যান্ডের প্লেয়িং-১১: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংটন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।
ভারতের সম্ভাব্য প্লেয়িং-১১: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রমনদীপ সিং, ও য়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।