লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হল ভারতীয় দল। তবে, খেলার পঞ্চম দিনে (১৪ জুলাই) ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে ভাল কিছু করতে পারেননি। ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি নিজের খাতাও খুলতে পারেননি এবং মাত্র চারটি বল মোকাবেলা করেন। সুন্দরকে ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বলে তাঁর হাতেই হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়।
ভারতের দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর যখন ব্যাট করতে আসেন, তখন দ্বিতীয় স্লিপে থাকা ইংলিশ খেলোয়াড় হ্যারি ব্রুক তাকে স্লেজিং করেন। ব্রুককে বলতে শোনা যায়, 'তুমি প্লেয়িং-১১-এ জায়গা পাওয়ার যোগ্য নও।' ব্রুকের এই মাইন্ডগেম সম্ভবত কাজ করেছিল এবং সুন্দর তৎক্ষণাৎ তার উইকেট হারিয়ে ফেলেন। সুন্দর এই সময় ব্যাটের মুখটি একটু বন্ধ করে দেন। বলটা ব্যাটের বাইরের অংশে আঘাত করে বাতাসে লাফিয়ে ওঠে। আর্চার তার ডান হাত অনেকটা বাড়িয়ে বলটা ধরে ফেলেন।
ম্যাচে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রান করে। এরপর ভারতীয় দলও ভাল ব্যাট করে। তাদের ইনিংসও শেষ হয় ৩৮৭ রানেই। কেএল রাহুলের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে এই রান করে টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেনি এবং ভারতের সামনে মাত্র ১৯৩ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইংলিশ দল ৫ উইকেটে জেতে। এরপর বার্মিংহামের হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দল ৩৩৬ রানে জয় পায়। এরপর লর্ডস টেস্টে হারের মুখে টিম ইন্ডিয়া।
লর্ডস টেস্টে ভারতীয় দলের প্লেয়িং ১১: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, জাসপ্রীত বুমরা, আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ।
লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জোরুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, জোফরা আর্চার, ব্রাইডন কার্স, শোয়েব বশির।