Advertisement

India vs England 3rd Test: 'গিলও তো মাসাজ নিয়েছে...' ভারতের সঙ্গে ঝগড়া নিয়ে যা বলল ইংল্যান্ড...

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষদিকে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন লর্ডসের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। কারণ ভারতীয় দলের তরফ থেকে অভিযোগ করা হয়, ইচ্ছে করে সময় নষ্ট করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। এ নিয়ে এবার পাল্টা দিল ইংল্যান্ড দলও।

এই ফ্রেমে ইংল্যান্ডের জ্যাক ক্রোলির সাথে ভারতের শুভমান গিলের আলাপএই ফ্রেমে ইংল্যান্ডের জ্যাক ক্রোলির সাথে ভারতের শুভমান গিলের আলাপ
Aajtak Bangla
  • লন্ডন,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 1:15 PM IST

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষদিকে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন লর্ডসের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। কারণ ভারতীয় দলের তরফ থেকে অভিযোগ করা হয়, ইচ্ছে করে সময় নষ্ট করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। এ নিয়ে এবার পাল্টা দিল ইংল্যান্ড দলও।

দ্বিতীয় ইনিংসে যখন ইংল্যান্ডের ব্যাটাররা যখন ব্যাট করতে নামে, তখন দিনের খেলা শেষ হতে ৬ মিনিট বাকি ছিল। এমন অবস্থায় দুই ওভার বল করা যেত। কিন্তু জ্যাক ক্রলি প্রথমে সময় নষ্ট করেন, তারপর ওভারের পঞ্চম বলে তিনি আহত হন। এর ফলে ভারতীয় দল মাত্র একটি ওভার বল করতে পারে। অথচ ভারতীয় দল তখন চাইছিল দ্রুত দুই ওভার বল করে ফেলতে যাতে ইংল্যান্ডের কোনও উইকেট তারা তুলে নিতে পারে।

জসপ্রীত বুমরাও হাততালি দিয়ে জ্যাক ক্রলির সমালোচনা করেন, যা স্পষ্ট করে দেয় যে ভারতীয় শিবির এই কাজে খুশি নয়। ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শদাতা টিম সাউদিও এই পুরো বিষয়টিতে একটি বিবৃতি দিয়েছেন। সাউদি বলেছেন যে খেলার দ্বিতীয় দিনে যখন শুভমান গিল মাসাজ নিচ্ছিলেন, তখন কেউ কিছু বলেনি, খেলাধুলায় এই সব ঘটেই থাকে।

নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার টিম সাউদি তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর বলেন, 'দিনের শেষে দুই দলের মধ্যে কিছুটা উত্তাপ দেখে ভালো লাগলো। গতকাল শুভমান গিল নিজে মাঠে মাসাজ করছিলেন, তখন কেউ কিছু বলেনি। এই সবই খেলার অংশ।' টিম সাউদি মজা করে আরও বললেন, 'হ্যাঁ, রাতে ক্রাউলির হাতের চোট পরীক্ষা করা হবে। আশা করি ও খেলার জন্য ফিট হয়ে যাবে।' 

অন্যদিকে, ভারতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান কেএল রাহুল জ্যাক ক্রলির পক্ষেই কথা বলেছেন। রাহুল মনে করেন একজন ওপেনার হিসেবে তিনি নিজেও এটা খুব ভালোভাবে বোঝেন। কেএল রাহুল বলেন, 'আমি নিজেও একজন ওপেনার। তাই বুঝতে পারছি ক্রলি কেন এমনটা করেছে। ম্যাচের শেষ পাঁচ মিনিটে কী হয়েছিল তা সবাই জানে, কিন্তু কেবল একজন ওপেনারই তা ভালোভাবে বুঝতে পারে। গিলের রাগও ন্যায্য ছিল। আমরা চেয়েছিলাম দুটি ওভার বল করা হোক। এমন সময়ে একজন ব্যাটসম্যানের পক্ষে দুটি ওভার খেলা কঠিন। আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিলাম।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement