ম্যাঞ্চেস্টার টেস্টে বেশ চাপে ভারতীয় দল। এর মধ্যেই উঠল বল বিকৃতির অভিযোগ। ফিরে এল ২০১৮ সালের স্মৃতি। ভারতের দ্বিতীয় ইনিংসে ঘটে এই ঘটনা। এবার এমন কাণ্ড ঘটালেন, ইংল্যান্ডের ব্রাইডন কার্স। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে এখনও তাঁর শাস্তি হবে কিনা তা জানা যায়নি। এই ঘটনা দেখে রীতিমত রেগে গিয়েছেন রিকি পন্টিংও।
কী ঘটছে?
চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই বিতর্কের মুখে পড়েন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে কার্সের বিরুদ্ধে। পুরো ঘটনাটি ঘটে ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস চলাকালীন। ১২তম ওভারে ভারতের ক্যাপ্টেন কার্সের পরপর দুটি বলে দুটি চার মারেন। এরপরেই ইচ্ছাকৃতভাবে জুতা দিয়ে বলের চকচকে অংশটি চেপে ধরেন কার্স। ক্রিকেটাররা বল বুটের নীচে রেখে থামান না। বরং, কার্স একটি অংশ চেপে ঘষে ঘষে দেওয়ার চেষ্টা করেছিলেন।
পন্টিংও কার্সের কাণ্ড দেখে অবাক
ফাস্ট বোলারদের জন্য সুযোগ তৈরি হচ্ছিল না। সেই কারণেই সম্ভবত ব্রাইডন কার্স বলটিকে এমনভাবে ব্যবহার করেছিলেন যাতে বলটির একপাশ ক্ষতিগ্রস্ত হয় এবং রিভার্স সুইং করতে শুরু করে। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং কার্সের এই বিষয়টা ধরে ফেলেন।
এর আগে কী হয়েছিল
২০১৮ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট দোষী সাব্যস্ত হন। স্মিথ এবং ওয়ার্নারকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যেখানে ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। আজও ভক্তরা সেই একটি ঘটনার জন্য স্টিভ স্মিথকে ট্রোল করে। এখন দেখার বিষয় হল ব্রাইডন কার্সের ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা।