সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারতীয় দল (Team India)। এবার শেষ টি২০ ম্যাচেও দারুণ ছন্দে অভিষেক শর্মা। ১৭ বলে করে ফেলেন হাফ সেঞ্চুরি। পাঁচ ওভারেই ভারতীয় দল পৌঁছে যায় ৮০ রানে। শুরুতে ভাল খেলছিলেন সঞ্জুও। তবে তিনি আউট হতেই যেন গিয়ার বদলে ফেলেন অভিষেক ৩৭ বলে করে ফেললেন শতরান। ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিলক ভর্মা ও অভিষেক। পাওয়ার প্লেতে অভিষেকের দাপটে ১ উইকেটে রান পৌঁছায় ৯৫ রানে।
ইংল্যান্ডের সামনে বিশাল টার্গেট দিল ভারত
মুম্বইয়ে অভিষেকের দাপট। ৫৪ বলে ১৩৫ রানের ইনিংসে ভর করেই ভারতের রান পৌঁছায় ২৪৭ রানে। ৯ উইকেট হারিয়ে এই রান করে ভারতীয় দল।
১৩৫ রান করে আউট অভিষেক
দারুণ ইনিংস খেলে আউট অভিষেক। সাত উইকেটে ২৩৮ রান করে ফেলল ভারত। সাতটা চার আর ১৩টা চারে সাজানো অভিষেকের ইনিংস এখনও অবধি ভারতীয়দের মধ্যে সেরা।
৬ উইকেট হারাল ভারত
আউট হলেন পান্ডিয়া। ৬ উইকেট হারাল ভারত।
২০০ করল ভারত
৫ উইকেট হারালেও ১৫ ওভারে ২০০ করল ভারত।
৫ উইকেট হারাল ভারত
আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৯ রান করে আউট প্রাক্তন ক্যাপ্টেন।
সেঞ্চুরি অভিষেকের
৩৭ বলে সেঞ্চুরি করে ফেলেছেন অভিষেক। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার পরেই নিজের জায়গা করে নিলেন তরুণ ওপেনার। রোহিত করেছিলেন ৩৫ বলে। অভিষেকের লাগল আরও ২ বল বেশি।
শেষ টি২০ ম্যাচে মহম্মদ শামি যে সুযোগ পেতে চলেছেন তা আগেই জানা গিয়েছিল ভারতীয় দলের বোলিং কোচ মরনে মরকেলের কথায়। ম্যাচেও তাই হয়েছে। তবে ব্যাট করতে নেমে সবার নজর নিজের দিকে ঘুরিয়ে নেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন ফের ব্যর্থ হলেও দমে যাননি অভিষেক। উল্টে সেই উইকেট পড়ার চাপ দলের উপর পড়তে দেননি এই তরুণ ক্রিকেটার। বড় বড় শট খেলে পাওয়ার প্লেতেই রেকর্ড গড়েন এই ওপেনার। তিলক ভর্মাকে সঙ্গে নিয়ে ১০০ রান করে ফেলেন ৬ ওভারেই। ২৪ রান করে আউট হন তিলক। ভারতের রান তখন ২ উইকেটে ১৩৬।
ভারতীয় দল গত ছয় বছরে নিজেদের ঘরের মাঠে কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারেনি। ঘরের মাঠে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ হার ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকে, ভারত ঘরের মাঠে ১৭ টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, যার মধ্যে ১৫ টি জিতেছে এবং দুটি সিরিজ ড্র হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দল বরাবরই এগিয়ে আছে। এ পর্যন্ত দুই দলের মধ্যে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। এতে ভারতীয় দল ১৬টি ম্যাচ জিতেছে, আর ইংল্যান্ড ১২টি জিতেছে।
ভারতীয় দল: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শিবম দুবে, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী।